দায়িত্ব ছেড়ে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯
দায়িত্ব ছেড়ে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ

ফাইল ছবি

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়াচ্ছেন ক্রেইগ ম্যাকমিলান।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ম্যাকমিলান জানিয়েছেন বিশ্বকাপের মত বড় আসরের পরের সময়টাই পাঁচ বছরের দায়িত্ব ছাড়ার সঠিক সিদ্ধান্ত বলে তিনি মনে করেন। ২০১৫ সালের বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের খেলার পিছনে ম্যাকমিলানের অবদান ছিল মনে রাখার মত।

অবসর প্রসঙ্গে ম্যাকমিলান বলেন, ‘ব্রেন্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন ও রস টেইলের মত খেলোয়াড়দের সাথে কাজ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। এই সময়ের মধ্যে তারা যে ধরনের রেকর্ড গড়েছে তা স্মরণীয় হয়ে থাকবে।’

ব্ল্যাক ক্যাপসদের হয়ে ম্যাকমিলান ৫৫টি টেস্ট ও ১৯৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সাবেক কোচ মাইক হেসনের পরামর্শেই ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ম্যাকমিলান। গত বছর হেসনের স্থলাভিষিক্ত হয়েছেন গ্যারি স্টিড। বিশ্বকাপের পর আরো কিছু কোচিংয়ের প্রস্তাব পেলেও তা স্পষ্ট করেননি ৪২ বছর বয়সী ম্যাকমিলান।

আগামী ৩০ মে থেকে ১৪ জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে আগস্টে শ্রীলংকা সফরে যাবার আগে ম্যাকমিলানের বদলী কোচের নাম ঘোষনা করা হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

তবুও ভারতের কাছে হারলো অসহায় নিউজিল্যান্ড

তবুও ভারতের কাছে হারলো অসহায় নিউজিল্যান্ড

ভারতকে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

ভারতকে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের নেতৃত্বে রাভাল

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের নেতৃত্বে রাভাল