তবুও ভারতের কাছে হারলো অসহায় নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
তবুও ভারতের কাছে হারলো অসহায় নিউজিল্যান্ড

ছবি: গেটি ইমেজ

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে কোহলিহীন মাত্র ২৫২ রানে থামে ভারত। কিন্তু অল্প রানে জয়ের লক্ষ্যে ভারতের বোলারদের সামনেই দাঁড়াতে পারেনি অসহায় নিউজিল্যান্ড। চাহালের ‍দুর্দান্তে বোলিংয়ে ৩৫ রানে জয় তুলে নেয় ভারত।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। কিন্তু শুরুতে হুচট খায় ভারত। তবে রায়ডু ৯০ রানের বড় একটি ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। এছাড়া বিজয় শঙ্কর (৪৫) ও পার্দিক পান্ডিয়া (৪৫) রান করেন। ফলে ২৫২ রানে থামে ভারতের ইনিংস।

২৫২ রান তাড়া করতে নেমে শুরুতে একের পর এক উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। সে ধাক্কা সামলাতে কেন উইলিয়ামসন রীতিমতো টেস্ট খেলেছেন। কিন্তু কেদার জাদবের ‘না স্পিন, না স্লোয়ার’ বোলিংয়ের কাছে হার মেনেছেন ৭৩ বলে ৩৯ করা উইলিয়ামসন।

৩১ ওভারেই ৬ উইকেট হারিয়ে ফেলার পরো নিউজিল্যান্ড জয়ের আশা দেখছিল। কারণ উইকেটে জিমি নিশাম ছিলেন। মাত্র ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করে নিউজিল্যান্ডকে জয়ের পথ দেখাচ্ছিলেন এই অলরাউন্ডার। কিন্তু ৮২ বলে ৭৭ রান করতে হবে এমন অবস্থাতে বিদায় নিলেন নিশাম। যাদবের বলে বল প্যাডে লেগেছিল নিশামের। এলবিডব্লুর আবেদন হচ্ছে দেখে রান নেবেন কি, নেবেন না এমন দোনোমনা করছিলেন নিশাম। কিন্তু পরিস্থিতির দিকে কড়া নজর রাখা ধোনি ঠিকই পেছনে ছুটে গেলেন এবং সরাসরি থ্রোতে ভেঙে দিলেন স্টাম্প।

নিউজিল্যান্ডের ইনিংস আরও ৮ ওভার লম্বা হয়েছে। কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে ধোনির ত্রোতেই। মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিরা শুধু ব্যবধান কমাতেই পেরেছেন, নিজেদের মাটিতে ভারতের কাছে ভরাডুবি এড়াতে পারেননি।

৯০ রান করে ম্যাচ সেরা হন রায়ডু। এ জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডেতে সিরিজে ১-৪ জিতে নিল ভারত।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলি-ধোনিহীন ভারত ৯২ রানেই অলআউট

কোহলি-ধোনিহীন ভারত ৯২ রানেই অলআউট

নেইমারের ইনজুরিতে দারুন দুঃশ্চিন্তায় কোচ

নেইমারের ইনজুরিতে দারুন দুঃশ্চিন্তায় কোচ

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় কোহলিবিহীন ভারত

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় কোহলিবিহীন ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো কোহলিরা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো কোহলিরা