বিশ্বকাপের আগে লিটনের প্রশংসায় মাশরাফি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০:৪৫ পিএম, ২৬ মার্চ ২০১৯
বিশ্বকাপের আগে লিটনের প্রশংসায় মাশরাফি

ক্রিকেট বিশ্বকাপের আগে লিটন কুমার দাস অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে প্রশংসা পেলেন। বিশ্বকাপের প্রায় সোয়া মাস আগে লিটন প্রসঙ্গে মাশরাফি বলেছেন, বিশ্বকাপে সে (লিটন) প্রতিপক্ষের কাছে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের সাথে দুর্দান্ত পারফর্ম করেছেন লিটন। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচটি শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেলেও ডানহাতি ব্যাটসম্যান লিটনের ব্যাট নজর কেড়েছে সবার।

তাকে নিয়ে মাশরাফি আরও বলেন, ‘সাম্প্রতিক অতীতে লিটনের কাছ থেকে আমরা ভালো ইনিংস দেখেছি। গত এশিয়া কাপের ফাইনালে সে যেভাবে খেলেছে, আমি মনে করি আগামী বিশ্বকাপে সে বিধ্বংসী হয়ে উঠতে পারে। তার সে সক্ষমতা রয়েছে।’

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অ্যালকোহল মুক্ত নতুন একটি পারফিউমের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
Mashrafe
লিটনকে নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন ব্যাটিং কোচ, জানিয়ে মাশরাফি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা। যদি সে তার স্বাভাবিক খেলা খেলতে পারে, আগামী বিশ্বকাপে আমরা বড় ধরনের সুবিধা পাব।’

লিটন এখন পর্যন্ত ২৭টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে ১৯.৫৩ গড়ে ৫০৮ রান করেছেন। যার মধ্যে একটি শতক ও একটি অর্ধশতকের ইনিংস রয়েছে। তবে কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিজেকে অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করলেও জাতীয় দলে ধারাবাহিক হতে পারেননি লিটন।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকছে না কোন চমক

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকছে না কোন চমক

মহান স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের বার্তা

মহান স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের বার্তা

ফের বাইশ গজে আকরাম-নান্নুরা

ফের বাইশ গজে আকরাম-নান্নুরা

সময় হলেই ক্রিকেটকে বিদায় বলব: যুবরাজ

সময় হলেই ক্রিকেটকে বিদায় বলব: যুবরাজ