দেশে ফিরতে সাকিবকে বোর্ডের চিঠি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৫ এপ্রিল ২০১৯
দেশে ফিরতে সাকিবকে বোর্ডের চিঠি

ফাইল ছবি

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলার পর থেকেই মাঠের বাইরে সাকিব আল হাসান। ইনজুরি নয়, অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে ‘অরেঞ্জ আর্মি’র একাদশে সুযোগ পাচ্ছেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। টানা ছয় ম্যাচ উপেক্ষিত সাকিব সহসা সুযোগ পাবেন কিনা সেটাও অনিশ্চিত।

এদিকে ২২ এপ্রিল আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে জাতীয় দলের। তার আগেই দেশে ফিরতে পারেন সাকিব।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘২২ এপ্রিল ক্যাম্প শুরু হচ্ছে। তার আগেই সাকিবকে চিঠি পাঠাতে বলেছি। যত দ্রুত সম্ভব চিঠিটা পাঠাতে হবে। দেখা যাক সে কী জবাব দেয়!’

তিনি আরও বলেছেন, ‘যেহেতু ২২ তারিখ থেকে ক্যাম্প শুরু হচ্ছে, তাই তাকে চিঠি দেওয়া দরকার। তাহলে সে ক্যাম্পে যোগ দিতে পারবে।’

এক সপ্তাহের ক্যাম্প শেষে ৩০ এপ্রিল ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ডের পথে রওনা হবে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টের তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ।

আয়ারল্যান্ড সফর শেষে বিশ্বকাপের কঠিন মিশনে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে ২৬ ও ২৮ মে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ক্রিকেটের সেরা আসরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২ জুন ম্যাচটি হবে ওভালে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা মঙ্গলবার

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা মঙ্গলবার

১১ ভেন্যুতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর

১১ ভেন্যুতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর

১৬ কোটি মানুষের দোয়ায় বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ : পাপন

১৬ কোটি মানুষের দোয়ায় বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ : পাপন

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত