গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৬ জুলাই ২০২৫
গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন সাকিব

গ্লোবাল সুপার লিগের দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস।

রোববার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ফ্র্যাঞ্চাইজি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাকিবের ছবি পোস্ট করে বলা হয়, কেশব মহারাজের স্থলাভিষিক্ত হয়ে আমাদের (দুবাই ক্যাপিটালস) প্রচারণায় যোগ দিলেন একজন কিংবদন্তি অলরাউন্ডার (সাকিব আল হাসান)। আমাদের (দুবাই ক্যাপিটালস) দলে সাকিব আল হাসানকে স্বাগতম।

গ্লোবাল সুপার লিগে এবার ৫টি দল অংশ নেবে। যার মধ্যে বাংলাদেশের রংপুর রাইডার্সও রয়েছে। এছাড়া টুর্নামেন্টে বাকি দলগুলো হলো- সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস ও দুবাই ক্যাপিটালস।

চলতি মাসের (জুলাই) ১০ তারিখ থেকে শুরু হবে গ্লোবাল সুপার লিগের এবারের আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের দুবাই ও সেন্ট্রাল স্ট্যাগ। ১৬ জুলাই রংপুরের সঙ্গে দেখা হয়ে যাবে সাকিবের। সেদিন রংপুরের মুখোমুখি হবে দুবাই। ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারর আসর।



শেয়ার করুন :