নাসিরের সেঞ্চুরি ও সানির অলরাউন্ড নৈপুণ্যে শেখ জামালের হাসি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১:৪৭ পিএম, ১৫ এপ্রিল ২০১৯
নাসিরের সেঞ্চুরি ও সানির অলরাউন্ড নৈপুণ্যে শেখ জামালের হাসি

ফাইল ছবি

ডান-হাতি ব্যাটসম্যান নাসির হোসেনের অনবদ্য সেঞ্চুরি ও ইলিয়াস সানির অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্ব শুরু করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সোমবার (১৫ এপ্রিল) সুপার সিক্সের প্রথম দিন শেখ জামাল ৬ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এ জয়ে ১২ খেলায় ৭ জয় ও ৫ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থাকলো শেখ জামাল। সমানসংখ্যক ম্যাচে ৮ জয় ও ৪ হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে প্রাইম ব্যাংক।

ফতুল্লায় টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে শেখ জামাল। ইনিংসের প্রথম বলেই ফিরে যান অধিনায়ক এনামুল হক বিজয়। এরপর ১২১ রানের জুটি গড়েন আরেক ওপেনার রুবেল মিয়া ও ভারতের নামান ওঝা। ওঝা ৪৬ রানে আউট হন। তবে ৬৬ রানের ইনিংস খেলেন রুবেল।

১২৬ রানের মধ্যে তাদের বিদায়ের পর মিনি ধস নামে প্রাইম ব্যাংকের মিডল-অর্ডারে। ১৪০ রানে পৌঁছাতেই ৭ উইকেট হারিয়ে বসে তারা। এমন অবস্থায় দেড়শর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে প্রাইম ব্যাংক। কিন্তু সেটি হতে দেননি আরিফুল হক। আট নম্বরে ব্যাট হাতে নেমে ২টি চার ও ৭টি ছক্কায় ৫১ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আরিফুল। ফলে ৯ বল বাকি থাকতে ২৩৬ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। শেখ জামালের ইলিয়াস সানি ও তানবীর হায়দার ৩টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্যে ৭১ রানে ২ উইকেট হারায় শেখ জামাল। তবে ওপেনার হিসেবে নামা সানি ও নাসির জুটি বেঁধে দলের জয়কে সহজ করতে থাকেন।

তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন তারা। ৬৭ রান করে থামেন সানি। তবে সেঞ্চুরি তুলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নাসির।

১২টি চার ও ৩টি ছক্কায় ১১০ বলে ১১২ রান করেন তিনি। তবে ম্যাচ সেরা হয়েছেন সানি। বল হাতে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ৬৭ রান করেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাইফউদ্দিনে বিধ্বংসী বোলিংয়ে আবাহনী দুর্দান্ত জয়

সাইফউদ্দিনে বিধ্বংসী বোলিংয়ে আবাহনী দুর্দান্ত জয়

নাইমের সেঞ্চুরিতে সুপার সিক্সে রূপগঞ্জের জয়

নাইমের সেঞ্চুরিতে সুপার সিক্সে রূপগঞ্জের জয়

দেশে ফিরতে সাকিবকে বোর্ডের চিঠি

দেশে ফিরতে সাকিবকে বোর্ডের চিঠি

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত