ইনজুরি নিয়ে আমরা অনেক চিন্তিত : আকরাম খান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৯
ইনজুরি নিয়ে আমরা অনেক চিন্তিত : আকরাম খান

ফাইল ছবি

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে চোট খাট ইনজুরি গুলোই এখন দলের বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পেসারদের ইনজুরি টাইগারদের সব চেয়ে বড় সমস্যা কারণ।

আর এই ইনুজির কারণেই আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণার ১২ দিন পর দলে যুক্ত করা হলো পেসার তাসকিন ও ফরহাদ রেজাকে। শুধু তাই নয়, ইনজুরির কথা মাথাই রেখেই কোচের অনুরোধে বিশ্বকাপ ও আয়ারল্যান্ড প্রস্তুতি ক্যাম্পে রাখা হয়েছে সৈয়দ খালেদ, ইবাদত ও তাইজুলকে।

দলের ইনজুরি নিয়ে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘কিছু ইনজুরির কারণে আমরা তাসকিন ও ফরহাদ রেজাকে দলে ডেকেছি। বিশেষ করে কোচের অনেক অনুরোধ ছিল তাদের নেওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘যেহেতু বাংলাদেশ দলে ইনজুরির সমস্যা আছে। বিশেষ করে ফাস্ট বোলারদের। রুবেল কিছু দিন আগে ইনজুরি থেকে উঠেছে। এছাড়া মোস্তাফিজ কাল থেকে বোল করবে। রাহি আজ থেকে বোল করেছে। ইনজুরি নিয়ে আমরা চিন্তিত। এছাড়া লম্বা সফর যেহেতু, তাই আমাদের ব্যাগ আপ খেলোয়াড় রাখতেই হবে।’

তবে আয়ারল্যান্ড সিরিজে বাকী যে দুজন ডাক পেয়েছেন তারা ত্রিদেশীয় সিরিজে ভালো করলেও বিশ্বকাপে খেলার সুযোগ কম বলে জানান আকরাম খান।

‘টিম তো বিশ্বকাপের জন্য ঘোষণা করে দেওয়াই হয়েছে। বিশ্বকাপ দলে নির্বাচকরা বেস্ট দলই সিলেক্ট করেছেন। তবে সুযোগ আছে। কিন্তু ইনজুরি ছাড়া বিশ্বকাপ দলে খেলার সুযোগ পাওয়ার সম্ভবনা কম।’


শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ড সফরে যুক্ত হলেন তাসকিন-ফরহাদ রেজা

আয়ারল্যান্ড সফরে যুক্ত হলেন তাসকিন-ফরহাদ রেজা

হাসি ফুটেছে তাসকিনের মুখে

হাসি ফুটেছে তাসকিনের মুখে

মাশরাফির জন্য বিশ্বকাপে সেরাটা উপহার দিতে চান মুশফিক

মাশরাফির জন্য বিশ্বকাপে সেরাটা উপহার দিতে চান মুশফিক

ইংল্যান্ড যাচ্ছেন আশরাফুল

ইংল্যান্ড যাচ্ছেন আশরাফুল