এবার বাংলাদেশকে ধন্যবাদ দিল ম্যাককালাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৩ জুন ২০১৯
এবার বাংলাদেশকে ধন্যবাদ দিল ম্যাককালাম

নিউজল্যান্ড দলের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ভুল প্রমাণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে চলা দ্বাদশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল কেবলমাত্র একটি ম্যাচে তাও শীলঙ্কার বিপক্ষে জয় পাবে- এমন মন্তব্য করেছিলেন ম্যাককালাম।

এদিকে রোববার (২ জুন) নিজেদের প্রথম ম্যাচেই টাইগাররা শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে পরাজিত করেছে। এর ফলে ম্যাককালামের ধারণাকে ভুল প্রমাণ করেছেন মাশরাফিরা। তবে নিজে ভুল প্রমাণিত হয়ে অখুশি নন তিনি। বরং ঐতিহাসিক এ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ম্যাককালাম।

বাংলাদেশ জয়ী হওযার পর টুইটারে ম্যাককালাম লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকাকে হারাতে টাইগারদের চিত্তাকর্ষক পারফরমেন্স। আমার ধারণা ছিল দক্ষিণ আফ্রিকা জিতবে, কিন্তু ভালো খেলেছে বাংলাদেশ। আমার ধারণার বিপরীতে এমন ধরনের পারফরমেন্সের মাধ্যমে আমাকে ভুল প্রমাণ করায় বাংলাদেশ দলকে ধন্যবাদ।’

কেবলমাত্র বাংলাদেশকে নিয়েই ভুল প্রমাণিত হননি ম্যাককালাম। ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে জিতবে বলে ভবিষ্যদ্বানী করেছিলেন তিনি।

৩১ মে এক টুইট বার্তায় ম্যাককালাম লিখেছেন ইংল্যান্ডের কন্ডিশনের কারণেই বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মত দলকে হিসেবের বাইরে রাখছেন।

সে দিনের বার্তায় তিনি লিখেছিলেন, ‘বিশ্বকাপ কেমন হবে সেটা বিশ্লেষণ করা কঠিন। আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেট যেভাবে এগুচ্ছে তাতে তাদেরকে বড় দইবদার হিসেবে করার মত আমি কিছু দেখছি না। তবে টুর্নামেন্টটা এশিয়ার মাটিতে হলে তারা হয়তো বড় কিছু করার দাবিদার হতে পারত। এটা যুক্তরাজ্যে গ্রীষ্ম মৌসুমের শুরুতে বলেই আমার এমন অনুমান।’

ম্যাককালামের এমন মন্তব্যের দারুণভাবে ক্ষুদ্ধ হয় বাংলাদেশি সমর্থকরা। তারা সাবেক কিউই অধিনায়কের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেন। বাংলাদেশ দল জয়ি হওয়ার পর বাংলাদেশি সমর্থকরা ম্যাককালামের মন্তব্যে পাশে বিভিন্ন কার্টুন একে সমালোচনা করতে শুরু করেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

বিশ্বকাপে সর্বোচ্চ জুটির রেকর্ড সাকিব-মুশফিকের

বিশ্বকাপে সর্বোচ্চ জুটির রেকর্ড সাকিব-মুশফিকের

দলের এমন জয়ে খুশি মাশরাফি, চান ধারাবাহিকতা

দলের এমন জয়ে খুশি মাশরাফি, চান ধারাবাহিকতা

রোজা রেখে খেলেছেন মুশফিক-মাহমুদউল্লাহ-মিরাজ

রোজা রেখে খেলেছেন মুশফিক-মাহমুদউল্লাহ-মিরাজ