টনটনে অনুশীলন করছেন মাশরাফি-সাকিবরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৪ জুন ২০১৯

অঘোষিত দুইদিন ছুটিতে থাকার পর অনুশীলনে করছে বাংলাদেশে ক্রিকেট দল। সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচকে সামনে রেখে টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার (১৪ জুন) এ অনুশীলন করছেন মাশরাফিরা। তবে এটিও ঐচ্ছিক অনুশীলন।

দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস ও কোচিং স্টাফরা। তবে টনটনের আকাশ কালো মেঘে ঢাকা থাকায় যেকোন সময় বাংলাদেশের অনুশীলন নষ্ট করে দিতে পারে বেরসিক বৃষ্টি।

গত ১০ জানুয়ারি ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেছিল বাংলাদেশ। এরপর ১১ জানুয়ারি বৃষ্টির কারণে বাংলাদেশের চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়। পরের দিন ব্রিস্টল ছেড়ে টনটনে পৌঁছায় টাইগাররা। আর বৃহস্পতিবার পুরো দিনটি বিশ্রামেই কাটিয়েছে মাশরাফি বাহিনী। সবাই নিজের মত করে দিনটি উপভোগ করেছে।

কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর একই ভেন্যুতে নিউজিল্যান্ডের কাছে মাত্র ২ উইকেটে হেরে যায় টাইগাররা। তবে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের ছিটেফটাঁ দেখাতে পারেনি মাশরাফি-সাকিবরা।

সাকিবের সেঞ্চুরির পরও কার্ডিফের পয়মন্ত ভেন্যুতে ১০৬ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। বড় হারের লজ্জা নিয়ে ব্রিস্টলে জয়ের আশায় গিয়েছিল টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ই ছিল বাংলাদেশের প্রধান লক্ষ্য। তবে বৃষ্টির কাছে হার মানে বাংলাদেশ-শ্রীলঙ্কা দু’দল।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ খেলায় ১টি জয়, ২টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহে রাখতে পেরেছে বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

গভীরতা ও মানের দিকে টাইগাররা এখনও অনেক পিছিয়ে : রোডস

গভীরতা ও মানের দিকে টাইগাররা এখনও অনেক পিছিয়ে : রোডস

রোডসের কণ্ঠেও হতাশা, রিজার্ভ ডে নিয়ে আইসিসিকে খোঁচা

রোডসের কণ্ঠেও হতাশা, রিজার্ভ ডে নিয়ে আইসিসিকে খোঁচা

দল ও নিজের সমালোচনা নিয়ে জবাব দিলেন মাশরাফি

দল ও নিজের সমালোচনা নিয়ে জবাব দিলেন মাশরাফি

মাশরাফি-সাকিবদের নিয়ে আইসিসির ‘গেম শো’

মাশরাফি-সাকিবদের নিয়ে আইসিসির ‘গেম শো’