তুষার-রাজ্জাককে সম্মাননা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৬ জানুয়ারি ২০১৮
তুষার-রাজ্জাককে সম্মাননা

প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে অনন্য মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যান তুষার ইমরান ও স্পিনার আব্দুর রাজ্জাককে সম্মান জানালো মাশরাফিরা।

বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে তুষার দশ হাজার রান পূর্ণ করেন তুষার ইমরান এবং প্রথম বোলার হিসেবে পাঁচশত উইকেট শিকার করেন রাজ্জাক। ফলে তুষার ও রাজ্জাকের এমন দুর্দান্ত অর্জনের জন্য তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে তুষার ও রাজ্জাককে স্মারক ট্রফি তুলে দেয় স্বাগতিক ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাত থেকে দশ হাজার রানের স্মারক ট্রফি গ্রহণ করেন তুষার। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান পাঁচশত উইকেটের স্মারক ট্রফি তুলে দেন আব্দুর রাজ্জাকের হাতে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৫ ম্যাচে ২৬৩ ইনিংসে ২৬টি সেঞ্চুরি ও ৫৪টি হাফ-সেঞ্চুরিতে ৪২ দশমিক ৪৩ গড়ে ১০১৮৫ রান রয়েছে তুষারের। অপরদিকে ১১৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫১০ উইকেট রয়েছে সাবেক জাতীয় দলের খেলোয়াড় রাজ্জাকের।


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ শেষে মাশরাফির ‘আক্ষেপ’

ম্যাচ শেষে মাশরাফির ‘আক্ষেপ’

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন রান

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন রান

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

৮২ রানেই অলআউট বাংলাদেশ

৮২ রানেই অলআউট বাংলাদেশ