‘জীবনেও একসঙ্গে এত সাংবাদিক দেখিনি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২১ আগস্ট ২০১৯
‘জীবনেও একসঙ্গে এত সাংবাদিক দেখিনি’

টাইগারদের দায়িত্ব নেওয়ার পর বুধবার (২১ আগস্ট) প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন কোচ রাসেল ডোমিঙ্গো। এরপর ঘণ্টাখানেক টাইগারদের সঙ্গে সময় কাটানোর আসেন সংবাদকর্মীদের সামনে। সাংবাদ সম্মেলনে এসেই হতবাক প্রধান কোচ। বিস্মিত হয়েই তিনি বলেন, ‘আমি জীবনেও একসঙ্গে এত সাংবাদিক দেখিনি।’

দক্ষিণ আফ্রিকান এ টাইগার কোচ গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকায় পা রেখেছেন। ঢাকায় পা রেখেই তিনি টের পেয়েছেন বাংলাদেশে ক্রিকেটের কতটা আবেগ জড়িয়ে রয়েছে।

জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সংবাদ সম্মেলনে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বড় ম্যাচের আগে সর্বোচ্চ ৮-৯ জন সাংবাদিক আসতেন। কাল (মঙ্গলবার) বিমানবন্দরে ছিল অনেক ক্যামেরা। এ একটি জিনিস খুব অবাক করেছে।’

তবে বিষয়টি নিয়ে মুগ্ধ কোচ ডোমিঙ্গো। বলেন, ‘এত সাংবাদিকদের উপস্থিতি খুব আনন্দদায়ক। এছাড়া এখানে মাঠে গেলে বিশাল সমর্থক পাওয়া যায়। মাঠে বাঘের পোশাক পরে আসে সমর্থকরা, সবাই খুব আগ্রহী। সম্ভবত এ ব্যাপারটিই বিশ্বের এ অঞ্চলের প্রতি আমাকে আগ্রহী করেছে। আমি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি।’

প্রাথমিকভাবে দুই বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রাসেল ডোমিঙ্গো। তবে তিনি কোন ছুটি না নিয়ে স্থায়ীভাবে থাকতে চান।

তিনি বলেন, ‘বিভিন্ন পর্যায়ে কোচিং করানোয় আমি জানি, কিভাবে ভালো ক্রিকেটার তুলে আনতে হয়। আমি অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৯, ঘরোয়া লিগের পরে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করিয়েছি। কিভাবে খেলোয়াড় ওঠে আসে এবং জাতীয় দলে কিভাবে ভালো খেলতে হয় এ প্রতিক্রিয়া আমি খুব ভালো জানি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ডোমিঙ্গোর লক্ষ্য টাইগারদের স্থায়ী সফলতা

ডোমিঙ্গোর লক্ষ্য টাইগারদের স্থায়ী সফলতা

হাতে সময় থাকায় ফুরফুরে ফিজিও

হাতে সময় থাকায় ফুরফুরে ফিজিও

আবারও সরগরম শেরে বাংলা স্টেডিয়াম

আবারও সরগরম শেরে বাংলা স্টেডিয়াম

নারী বিপিএল চান রুমানা

নারী বিপিএল চান রুমানা