ক্রিকেট থেকে অবসর নিলেন ৮৫ বছর বয়সে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৮ পিএম, ২৮ আগস্ট ২০১৯
ক্রিকেট থেকে অবসর নিলেন ৮৫ বছর বয়সে

৮৫ বছর বয়সে অবসর! এমনও হয়? এমন অবাক করা ঘটনাই ঘটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলার সেসিল রাইট। তিনি অবসর ঘোষণা করেছেন, তাও আবার ৮৫ বছর বয়সে।

সেসিল কখনও নিজেকে ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্সদের পর্যায়ে নিয়ে যেতে পারেননি। কিন্তু ক্রিজে টিকে থাকার ব্যাপারে তিনি সবাইকে পেছনে ফেলেছেন। আগামী দু'সপ্তাহের মধ্যেই তিনি অবসর নিচ্ছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে পরিচিত সেস নামে।

তাঁর সময়ে তিনি জামাইকার হয়ে খেলেছেন বার্বাডোজের বিরুদ্ধে। যেখানে ছিলেন সোবার্স, ওয়েস হলের মতো খেলোয়াড়রা। তার পরই ১৯৫৯-এ ইংল্যান্ডে চলে যান তিনি। সেখানেই তাঁর পেশাদার কেরিয়ার শুরু করেন সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লিগে ক্রম্পটনের হয়ে।

তিন বছর পর তিনি ইংল্যান্ডেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এনিডকে বিয়ে করে সেখানেই থেকে যান। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। রাইট খেলেছেন রিচার্ডস, জোয়েল গার্নারদের সঙ্গেও। সেটা ১৯৭০-১৯৮০র মধ্যে। ৬০ বছরের কেরিয়ারে তিনি সাত হাজারের বেশি উইকেট নিয়েছেন।

একটা সময় তিনি পাঁচ মৌসুমে ৫৩৮টি উইকেট নিয়েছিলেন। গড়ে প্রতি ২৭ বলে তাঁর একটি করে উইকেট ছিল।

ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি আশা করি আমি জানি এতদিন টিকে থাকার কারণ। কিন্তু আমি সেটা আপনাদের বলতে পারবো না সেটা কী। আমি যেকোনো জিনিস খাই, যা পছন্দ, তবে খুব বেশি ড্রিঙ্ক করি না। আমি ফিট থাকি। আজকাল বয়সের অজুহাতে ট্রেনিং করতে পারি না অনেক সময়।''

৭ সেপ্টেম্বর তিনি ক্রিকেট থেকে অবসর নেবেন। তিনি বলেন, আমি বসে বসে টিভি দেখা পছন্দ করি না। তার থেকে একটু হেঁটে আসা ভালো বা গ্যারাজে কাজ করা।''


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির টুইটে চটেছেন শচিন ভক্তরা

আইসিসির টুইটে চটেছেন শচিন ভক্তরা

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন অজান্তা মেন্ডিস

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন অজান্তা মেন্ডিস

অ্যাশেজ থেকে দুই আম্পায়ার বাদ

অ্যাশেজ থেকে দুই আম্পায়ার বাদ

দ্বিতীয় দিনেই বাংলাদেশ এইচপি দলের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ

দ্বিতীয় দিনেই বাংলাদেশ এইচপি দলের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ