ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পোলার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৯
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পোলার্ড

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব পেলেন কাইরন পোলার্ড। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট সোমবার (৯ সেপ্টেম্বর) অধিনায়ক হিসেবে পোলার্ডের নাম ঘোষণা করেছেন।

বিশ্বকাপ ও ভারতের বিপক্ষে সিরিজে জেসন হোল্ডার অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন। পোলার্ড টি-২০তে নিয়মিত খেললেও ওয়ানডেতে নিয়মিত নন। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালে, পাকিস্তানের বিপক্ষে।

নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে অধিনায়কত্ব করবেন পোলার্ড।

সর্বশেষ ২০১৬ সালে ওয়ানডে খেলার পর জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সম্প্রতি ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজে তাকে এটা সুযোগ দেয়া হয়েছিল এবং ভারতের বিপক্ষে ক্যারিবিয় দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ভালো করেন পোলার্ড।

ক্যারিয়ারে এ পর্যন্ত ১০১ ওয়ানডে ম্যাচে তিন সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরিতে ২৫.৭১ গড়ে ২২৯৮ রার করেছেন পোলার্ড। বল হাতে শিকার করেছেন ৫০ উইকেট। অন্যদিকে আন্তর্জাতিক টি-২০তে ৬২ ম্যাচে ব্যাট হাতে ২১.৫০ গড়ে তার রান ৯০৩। বল হাতে শিকার ২৩ উইকেট।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

অবসর নেননি গেইল, জানালেন ভিডিও বার্তায়

অবসর নেননি গেইল, জানালেন ভিডিও বার্তায়

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ ইয়াসিন, বাদ মিরাজ

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ ইয়াসিন, বাদ মিরাজ

মাথা উঁচু করেই টেস্ট থেকে অবসর নিলেন নবী

মাথা উঁচু করেই টেস্ট থেকে অবসর নিলেন নবী