মিঠুনসহ ফিক্সিংয়ের তালিকায় ভারতের ১শ’ ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ এএম, ৩০ নভেম্বর ২০১৯
মিঠুনসহ ফিক্সিংয়ের তালিকায় ভারতের ১শ’ ক্রিকেটার

কর্নাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভারতীয় পেসার অভিমন্যু মিঠুন। শুধু মিঠুনই নয়, আরও একশ জন ক্রিকেটারকে ম্যাচ পাতানোর অভিযোগে তালিকাভুক্ত করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। এর মধ্যে রবিন উথাপ্পা এবং বিনয় কুমারকে নোটিশ পাঠিয়েছে সংস্থাটি।

বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে বেশ পারদর্শীতা দেখান মিঠুন। ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমে দ্রুত রান তুলতে সক্ষম তিনি। ভারতের হয়ে ৪টি টেস্ট এবং ৫টি ওয়ানডে খেলেছেন। প্রিমিয়ার লিগে গত মৌসুমেই শিবামোগা লায়ন্সের অধিনায়ক হয়ে খেলেছেন তিনি।

ওই মৌসুমেই ঘটে বিপত্তি। একটি খেলায় তাকে নিয়ে সন্দেহের বেড়াজাল ছড়ায়। যে কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেন্দ্রীয় অপরাধ বিষয়ক সংস্থা (সিসিবি)। মিঠুন দোষী কি-না সেটি এখনও নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে তাকে জিজ্ঞাসাবাদের ব্যাপারটি নিশ্চিত করেছে সিসিবি’র একজন কর্মকর্তা।

যেহেতু মিঠুন জাতীয় দলের খেলোয়াড় তাই তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি ইতোমধ্যেই বিসিসিআইকে জানিয়েছে সিসিবি। তবে এ ব্যাপারে এখনো মুখ খুলেননি মিঠুন।

এর আগে মোট আটজনকে কর্নাটক প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথের অন্যরকম প্রতিজ্ঞা

স্মিথের অন্যরকম প্রতিজ্ঞা

মানুষ অতীত ভুলে যায়, গেইলের আক্ষেপ

মানুষ অতীত ভুলে যায়, গেইলের আক্ষেপ

দলের ব্যর্থতার মাঝেও মুশফিক-লিটনের উন্নতি

দলের ব্যর্থতার মাঝেও মুশফিক-লিটনের উন্নতি

বর্ণবাদের শিকার আর্চার, ক্ষমা চাইবে নিউজিল্যান্ড

বর্ণবাদের শিকার আর্চার, ক্ষমা চাইবে নিউজিল্যান্ড