পাকিস্তানে শুধুমাত্র টি-২০ সিরিজ খেলতে রাজি বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৯ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯
পাকিস্তানে শুধুমাত্র টি-২০ সিরিজ খেলতে রাজি বাংলাদেশ

দুই দফা পর্যবেক্ষণ শেষে সবুজ সংকেত পাওয়ায় পাকিস্তান সফরে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটি লম্বা সময়ের জন্য নয়, সংক্ষিপ্ত সফর করবে বাংলাদেশ।

পাকিস্তান সফরে শুধুমাত্র তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে চায় বিসিবি। সফরের বাকি দুই ম্যাচের টেস্ট সিরিজটি অন্য কোন নিরপেক্ষ ভেন্যুতে চায় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ চাওয়া ইতোমধ্যে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিসিবি ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে এবং বাংলাদেশের চাওয়া সম্পর্কে অবহিত করা হয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এখনও কোন জবাব আসেনি।

তিনি বলেন, ‘দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে আমরা সবসময়ই পাকিস্তানের পদক্ষেপের সাথে আছি। তবে এ মুহূর্তে আমরা শুধুমাত্র টি-২০ সিরিজ খেলতে জাতীয় দল পাঠাতে চাই। এ মুহূর্তে আমরা চাই, কোন নিরপেক্ষ ভেন্যূতে দুই টেস্টের সিরিজটি অনুষ্ঠিত হোক এবং কোথায় খেলবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান।’

নতুন বছরের দ্বিতীয় মাসে ফেব্রুয়ারিতে নির্ধারিত পাকিস্তান সফরে বাংলাদেশ দলের দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে। এ জন্য বাংলাদেশ দলকে প্রায় এক মাস পাকিস্তানে অবস্থান করতে হবে।

বিসিবি প্রধান নির্বাহী বলেন, এ মুহূর্তে আমরা লম্বা সময় পাকিস্তানে থাকতে চাই না। এ ব্যপারে আমরা ইতোমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং এখনো যোগাযোগ হচ্ছে। তবে এখনো তাদের কাছ তেকে কোন জবাব পাইনি।

বাংলাদেশ ইতোপূর্বে একটি বয়স ভিত্তক ও জাতীয় মহিলা ক্রিকেট দল পাকিস্তান সফরে পাঠিয়েছিল। তবে সেটাও ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য।

এদিকে সেখানকার নিরাপত্ত ব্যবস্থা পর্যবেক্ষণে বাংলাদেশ সরকারের তরফ থেকে একটি উচ্চক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল দুইবার পাকিস্তান সফর করেছে। সফর শেষে দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর এ সংক্ষিপ্ত সফরের সিদ্ধান্ত নেয় বিসিবি।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায়। দীর্ঘ ১০ বছর পর বর্তমানে একটি -২০ ও টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে রয়েছে শ্রীলঙ্কা দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানে কেউ যেতে না চাইলে জোর করবে না বিসিবি

পাকিস্তানে কেউ যেতে না চাইলে জোর করবে না বিসিবি

টাইগারদের অনিশ্চিত সফরে পাকিস্তানের নতুন প্রস্তাব

টাইগারদের অনিশ্চিত সফরে পাকিস্তানের নতুন প্রস্তাব

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা

পাকিস্তান যেতে চাচ্ছেন না ডোমিঙ্গো-ভেট্টরিরা

পাকিস্তান যেতে চাচ্ছেন না ডোমিঙ্গো-ভেট্টরিরা