আইপিএলে দল পাননি মুশফিকুর রহিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯
আইপিএলে দল পাননি মুশফিকুর রহিম

ফাইল ছবি

জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো নিলামে উঠেছিলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তবে আইপিএলের নিলামে তাকে কেউ দলে ভেড়ায়নি।

২০২০ সালের আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় মুশফিকুর রহিমসহ বাংলাদেশের ৫ ক্রিকেটার স্থান পেয়েছেন। তাদের মধ্যে টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীমের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কলকাতায় বসা আইপিএলের নিলামে মুশফিকের নাম ডাকা হলে কোন দলই তাকে কেনার আগ্রহ দেখায়নি। ফলে প্রথমবারের মতো আইপিএলের নিলামে উঠলেও অবিক্রিত থেকে যান মুশফিকুর রহিম।

এদিকে প্রথম ডাকে দল না পেলেও মুশফিকুর রহিমের সামনে সুযোগ রয়েছে। নিলাম শেষে কোন দলের খেলোয়াড় নেয়া বাকি থাকলে এবং তারা আগ্রহী হলে মুশফিককে দলে নিতে পারবে।

মুশফিকুর রহিম ছাড়া আইপিএলের নিলামে উঠা বাকি চার টাইগার ক্রিকেটার হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের মধ্যে মোস্তাফিজের ভিত্তিমূল্য সবচেয়ে বেশি, ১ কোটি রুপি।


শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৫ বাংলাদেশি

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৫ বাংলাদেশি

বাংলাদেশি ক্রিকেটের জন্য বিপিএল অনেক বড় টুর্নামেন্ট : মুশফিক

বাংলাদেশি ক্রিকেটের জন্য বিপিএল অনেক বড় টুর্নামেন্ট : মুশফিক

জাতীয় পতাকার পেছনের গল্প বললেন মুশফিক

জাতীয় পতাকার পেছনের গল্প বললেন মুশফিক