জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে আনার চেষ্টায় বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩১ এএম, ০৭ জানুয়ারি ২০২০
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে আনার চেষ্টায় বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত হোম সিরিজটি এক মাস এগিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মার্চে বাংলাদেশ সফরে আসার কথা জিম্বাবুয়ে ক্রিকেট দলের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্চে ঢাকায় দু’টি আন্তর্জাতিক প্রীতি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এ জন্যই সিরিজটি এগিয়ে আনার পরিকল্পনা করছে বিসিবি।

বাংলাদেশ সফরে একটি টেস্ট ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলার সূচি রয়েছে জিম্বাবুয়ের। বিসিবির এক কর্মকর্তা জানান, জাতির জনকের জন্মশতবার্ষিকীতে অন্যান্য অনুষ্ঠান থাকায় প্রীতি ম্যাচ দুটি ১৮ থেকে ২২ মার্চের মধ্যে আয়োজন করতে বলা হয়েছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম জানিয়েছেন, সফর নিয়ে জিম্বাবুয়ের সাথে আলাপ-আলোচনা চলছে। আমরা বিষয়টি নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে আলাপ-আলোচনা করছি। আমরা আশা করি, খুব দ্রুতই চূড়ান্ত কোন সিদ্বান্ত আসবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে টি-২০ সিরিজটি অনুষ্ঠিত হবে। ওই সময় আমরা ব্যস্ত থাকব এবং আমরা চাই না আমাদের হোম সিরিজটি বাধাগ্রস্ত হোক। এ জন্য আমরা তাদের কাছে এ ধরনের প্রস্তাব দিয়েছি।

এদিকে ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে আসলে পাকিস্তান সফরের কি হবে -এ নিয়ে কোন কিছু বলেননি আকরাম। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশের পাকিস্তানের সফর এখনও অনিশ্চিত। তবে এ ব্যাপারে পিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিসিবির প্রস্তাব মেনে নিয়ে সফর এগিয়ে আনতে রাজি হলে নতুন সূচি অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান সফরে নাও যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

চার দিনের টেস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত

চার দিনের টেস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত

সিলেটের ‘গ্রিন গ্যালারির’ আদ্যপান্ত

সিলেটের ‘গ্রিন গ্যালারির’ আদ্যপান্ত

পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ, টি-টোয়েন্টি নিয়েও প্রশ্ন

পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ, টি-টোয়েন্টি নিয়েও প্রশ্ন

ল্যাঙ্গেভেল্ডের চলে যাওয়া দলে প্রভাব ফেলবে না : সুজন

ল্যাঙ্গেভেল্ডের চলে যাওয়া দলে প্রভাব ফেলবে না : সুজন