২৪ ঘণ্টা পর সুখবর পেলেন ফার্গুসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৬ পিএম, ১৪ মার্চ ২০২০
২৪ ঘণ্টা পর সুখবর পেলেন ফার্গুসন

কাশি, গলা ব্যথা ও সামান্য জ্বরের কারণে করোনাভাইরাস সন্দেহে কোয়ারেন্টাইনে গিয়েছিলেন নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসন। তবে সেখানে ২৪ ঘণ্টা থাকার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে সুখবর মিলেছে তার। ফার্গুসনের রিপোর্টে ‘নেগেটিভ’ ফল এসেছে। অর্থাৎ তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।

শুক্রবার (১৩ মার্চ) সিডনিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের পরই করোনাভাইরাস সন্দেহে কোয়ারেন্টাইনে যান ফার্গুসন। দর্শকশূন্য ওই ম্যাচে এক সময় মাঠের বাইরে গ্যালারি থেকে বল কুড়িয়ে আনেন ফার্গুসন।

ম্যাচ শেষে কাশি ও গলা ব্যাথা হওয়ায় তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। ধারণা করা হয়, গ্যালারিতে বল আনতে গিয়েই হয়তো তিনি করোনায় আক্রান্ত হতে পারেন। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি।

অস্ট্রেলিয়া বিপক্ষে ওই ম্যাচে ফার্গুসন ৯ ওভারে ৬০ রানে ২ উইকেট নেন। ম্যাচটিতে ৭১ রানে হেরে গেছে নিউজিল্যান্ড।

এদিকে করোনাভাইরাসের কারণে শুক্রবার শুরু হওয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি বাতিল করা হয়েছে। ম্যাচ বাতিলের পর শনিবার রাতেই দেশে ফিরছে নিউজিল্যান্ড দল। তবে ফার্গুসন দেশে ফিরবেন রোববার।

এছাড়া ওয়ানডে সিরিজের আগে অসুস্থ হয়ে যাওয়ায় কোয়ারেন্টাইনে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় রিচার্ডসনও করোনাভাইরাসে আক্রান্ত হননি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফাঁকা গ্যালারিতে বল কুড়িয়ে কোয়ারেন্টাইনে ফার্গুসন

ফাঁকা গ্যালারিতে বল কুড়িয়ে কোয়ারেন্টাইনে ফার্গুসন

পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করে দেশে ফিরছে ইংল্যান্ড

শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করে দেশে ফিরছে ইংল্যান্ড

এবার না খেলে ভারত থেকে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা

এবার না খেলে ভারত থেকে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা