ইংলিশ ক্রিকেট মৌসুম নিয়েও শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৬ মার্চ ২০২০
ইংলিশ ক্রিকেট মৌসুম নিয়েও শঙ্কা

ফাইল ছবি

আগে বসন্তের শীতলতা সত্ত্বেও ইংলিশ ক্রিকেটারদের চিন্তা জুড়ে থাকত আউটডোর অনুশীলন। এর পরিবর্তে এখন তারা দীর্ঘ সময়ের বন্দীত্ব বরণ করেছে।

করোনাভাইরাসের সংক্রমণে শোনা যাবে না চামড়ার বলে উইলোর শব্দ, মৌসুমের শুরুতে থাকবে না কোন সমর্থকের আওয়াজ। গত সপ্তাহে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা দিয়েছে যে, ২৮ মে এর আগে কোন পেশাদার ক্রিকেট মাঠে গড়াবে না।

ফলে অনুষ্ঠিত হবে না কাউন্টি চ্যাম্পিয়নশীপ, চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেটসহ বিভিন্ন সীমিত ওভারের ক্রিকেট। একই সঙ্গে এই মৌসুমে আয়োজন করার কথা ছিল বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে নতুন ধরনের ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট টুর্নামেন্ট। যে টুর্নামেন্টে অংশগ্রহণের কথা ছিল অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথেরও।

ইসিবি কর্মকর্তারা আশা করেছিলেন আটটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে পুরুষ ও নারী দলের ১০০ বলের এই টুর্নামেন্ট দর্শকদের বিমোহিত করবে। সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেন মনে করেন, এই চ্যাম্পিয়নশীপ কম আকর্ষনীয় কাউন্টি টি-টোয়েন্টি ক্রিকেটের চেয়ে বেশি আঁচড় কাটবে। সংক্ষিপ্ত ভার্সনে এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ।

তিনি স্কাই স্পোর্টসকে বলেন, টেস্ট ক্রিকেট কিংবা সাদা বলের ক্রিকেট, সব ক্ষেত্রেই ইসিবিকে অগ্রাধিকার দিতে হবে আর্থিক বিষয়ে। তাই পৃষ্ঠপোষক ও অংশীদারদের নিয়ে ইসিবিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা প্রতিরোধে এবার পাক ক্রিকেটাররা

করোনা প্রতিরোধে এবার পাক ক্রিকেটাররা

করোনা মোকাবেলায় বেতনের অর্ধেক ছেড়ে দিলেন টাইগাররা

করোনা মোকাবেলায় বেতনের অর্ধেক ছেড়ে দিলেন টাইগাররা

এখনই স্থগিত হচ্ছে না সিপিএল

এখনই স্থগিত হচ্ছে না সিপিএল

দ্য হান্ড্রেড নিয়েও শঙ্কা

দ্য হান্ড্রেড নিয়েও শঙ্কা