মাইক্রোফোন তুলে রাখতে চান হোল্ডিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১১ এপ্রিল ২০২০
মাইক্রোফোন তুলে রাখতে চান হোল্ডিং

দীর্ঘ ২৯ বছরের ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিধ্বংসী পেসার মাইকেল হোল্ডিং। ২০১০ সাল থেকে আর ধারাভাষ্য দেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তবে চলতি বছরটি শেষবারের মত ধারাভাষ্যে নিজেকে ব্যস্ত রাখতে চান।

বার্বাডোজে ‘ম্যাসন অ্যান্ড গেস্ট’ নামের এক রেডিও টক শো’তে ৬৬ বছর বয়সী হোল্ডিং বলেন, ‘এ বছর আর কতদিন ধারাভাষ্য দিতে পারবো জানি না। তবে এ বয়সে আমি আর নিজেকে এ কাজে দেখতে চাই না। আমার বয়স এখন ৬৬। আমি ৩৬ বা ৫৬ নই। তিন দশক ধরে ধারাভাষ্য দেওয়ার পর এ মৌসুম শেষেই মাইক্রোফোন তুলে রাখতে চাই।’

১৯৭৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হোল্ডিংয়ের। ১৯৮৭ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০টি টেস্টে ২৪৯ উইকেট ও ১০২টি ওয়ানডেতে ১৪২টি উইকেট নিয়েছেন।

ক্রিকেটকে বিদায় বলার পর ২০০০ সালের শুরুতে ধারাভাষ্যে আসেন হোল্ডিং। ধারাভাষ্যে বেশ জনপ্রিয়তাও লাভ করেছেন তিনি। টিভির দর্শকদের মন জয় করে নিয়েছেন হোল্ডিং।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাবার পর করোনায় প্রাণ হারালেন স্বর্ণজয়ী অ্যাথলেট

বাবার পর করোনায় প্রাণ হারালেন স্বর্ণজয়ী অ্যাথলেট

ক্লার্কের মতের বিরোধীতা করলেন পেইন

ক্লার্কের মতের বিরোধীতা করলেন পেইন

নিষিদ্ধ হতে পারে বলে থুথু দেওয়া

নিষিদ্ধ হতে পারে বলে থুথু দেওয়া

নির্ধারিত তারিখেও আইপিএল অসম্ভব : রাজীব শুক্লা

নির্ধারিত তারিখেও আইপিএল অসম্ভব : রাজীব শুক্লা