ক্রিকেটারদের সুরক্ষায় আসছে করোনা পোশাক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৯ জুন ২০২০
ক্রিকেটারদের সুরক্ষায় আসছে করোনা পোশাক

প্রাণঘাতি করোনাভাইরাসে জর্জরিত পুরো পৃথিবী। থমকে গেছে মানুষের জীবন। ফুটবল-ক্রিকেটসহ অন্যান্য ইভেন্টের খেলোয়াড়রাও এই থাবা থেকে বাদ যাননি। দু’মাসেরও বেশি সময় ধরে গৃহবন্দি থাকার পর অনেকেই মাঠে ফিরেছেন, অনেকেই আবার মাঠে ফেরার পরিকল্পনা করছেন।

করোনাভাইরাসের এই সঙ্কটের মধ্যে আশার খবর দিল ভারতের ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যানপারিল গ্রিনল্যান্ডস (এসজি)। করোনা থেকে ক্রিকেটারদের সুরক্ষার জন্য করোনা ‘সুরক্ষা পোশাক’ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে তারা। যা পাওয়া যাবে ৬ বছরের শিশু থেকে যেকোন প্রাপ্তবয়স্কদের জন্য। 

সাতটি সুরক্ষা সরঞ্জামসহ এ পোশাক ক্রিকেটাররা ছাড়াও সাধারণ মানুষও ব্যবহার করতে পারবেন। চলতি মাসের শেষ দিকে এটি বাজারে আসবে বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন এসজির বিপণন ও বিক্রয় পরিচালক পরশ আনন্দ।

তিনি বলেন, ‘ভারতীয় মুদ্রায় এই সুরক্ষা পোশাকের দাম হবে ১৫শ’ থেকে ১৭শ’ রুপি। সুরক্ষা পোশাকটি কয়েকটি স্তরে হওয়ায় নিরাপত্তা দেবে ব্যবহারকারীকে।’ এই পোশাকের সরঞ্জামদির মধ্যে রয়েছে হাতের গ্লাভস, মাস্ক, জ্যাকেট এবং মাথা ঢাকার হুডি। নিচের অংশে থাকবে ট্রাউজার এবং জুতোর কভার। সঙ্গে থাকবে একটি ব্যাগও।’

পরশ আরও বলেন, ‘গন্তব্যে পৌঁছানোর পর এগুলো খুলে ব্যাগে রাখা যাবে। বাসায় ফেরার পর সবকিছু ধুয়ে ফেলতে হবে। পুরো সুরক্ষা পোশাকটি সুতোর বুননে তৈরি।’

ভারতে টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে বল সরবরাহ করে থাকে এসজি। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাথে কথা হয়েছে এসজির। পরশ জানান, ‘আমরা বিসিসিআইয়ের সাথে এ নিয়ে কথা বলেছি। পোশাকের নমুনা আসার পর বোর্ডের সাথে আরও আলোচনা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

হেলসকে সুযোগ দিতে বলছেন ভন

হেলসকে সুযোগ দিতে বলছেন ভন

সাকিব ন্যাচারাল ট্যালেন্ট : মাশরাফি

সাকিব ন্যাচারাল ট্যালেন্ট : মাশরাফি

বিশ্বকাপ না হলে ভারতের আইপিএল আয়োজনের অধিকার আছে : হোল্ডিং

বিশ্বকাপ না হলে ভারতের আইপিএল আয়োজনের অধিকার আছে : হোল্ডিং

শচীনকে আউট করায় বোলার ও আম্পায়ারকে মৃত্যুর হুমকি

শচীনকে আউট করায় বোলার ও আম্পায়ারকে মৃত্যুর হুমকি