লালা নিষিদ্ধ হওয়ায় বোলাররা ‘রোবটে’ পরিণত হবে : ওয়াসিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৮ এএম, ১১ জুন ২০২০
লালা নিষিদ্ধ হওয়ায় বোলাররা ‘রোবটে’ পরিণত হবে : ওয়াসিম

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ক্রিকেটের নিয়মে পাঁচটি পরিবর্তন এনেছে ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাঁচটি নিয়মের মধ্যে আছে, বলে লালার ব্যবহার নিষিদ্ধ।

অর্থাৎ, বলে লালা ব্যবহার করতে পারবেন না বোলাররা। তবে এটিকে মানতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তার মতে, লালা নিষিদ্ধ হওয়ায় বোলাররা এখন ‘রোবট’ হয়ে গেল।

ঐতিহ্যগতভাবেই বলে সুইং করাতে ও বলের উজ্জলতা ধরে রাখতে বলের এক পাশে লালা ববহার করতো রোলাররা। কিন্তু করোনাভাইরাসের কারণে সংক্রমণ বাড়তে পারে বলে বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি। সতর্ক করার পরও বলে লালা ব্যবহার করলে জরিমানা স্বরূপ ব্যাটিং দলকে ৫ রান দেওয়া হবে বলে নিয়ম করা হয়।

তবে বলে লালা নিষিদ্ধ হওয়ায় বোলারদের আর কোন কারুকাজ থাকলো না বলে মনে করেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘লালা ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বোলাররা এখন রোবটে পরিণত হবে। কেউ আসবে এবং কোনো সুইং ছাড়া বল করবে। বোলাররা কোন সুবিধা পাবে না। ব্যাটসম্যানদের জন্য সবকিছু আরও সহজ হয়ে গেল।’

বোলারদের জন্য এখন সুইং করানো অনেক কষ্টকর হবে বলে জানান আকরাম, ‘আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারে বল শাইন করতে এবং সুইং করাতে মুখের লালা ব্যবহার করেছি। সুইং করানোর জন্য বোলারদের এখন বল পুরনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা বোলারদের জন্য অনেক কঠিন কাজ হয়ে গেল। আমি বর্তমান সময় নিয়ে সতর্ক ও উদ্বিগ্ন। কিন্তু বোলারদের জন্য সমস্যাকর হয়ে গেল।’

ঘাম ব্যবহারে কোন নিষেধাজ্ঞা দেয়নি আইসিসি। কিন্তু সেটি হিতে-বিপরীত হতে পারে বলে মনে করেন আকরাম। তিনি বলেন, ‘অতিরিক্ত ঘাম ব্যবহার করলে বল ভারি হয়ে যেতে পারে। এতে কোন উপকার পাবে না বোলাররা।’

তবে দ্রুতই লালার বিকল্প কিছু আসবে বলে মনে করেন আকরাম। তিনি বলেন, ‘আমি মনে করি, লালার বিকল্প হিসেবে যুক্তিসঙ্গত সমাধান খুঁজতে হবে। ভ্যাসলিনের মতো কৃত্রিম পদার্থগুলিকে বল সুইংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে সেটি কতটা কার্যকর হবে তা বলা যাচ্ছে না। কারণ আমি কখনও কাউকে কৃত্রিম কিছু ব্যবহার করতে দেখিনি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অনুশীলনে পাকিস্তানের তিন ক্রিকেটার

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অনুশীলনে পাকিস্তানের তিন ক্রিকেটার

লালার বিকল্পে শচীনের দুই পরামর্শ

লালার বিকল্পে শচীনের দুই পরামর্শ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ইংল্যান্ড সফরের আগে হচ্ছে না পাকিস্তানের অনুশীলন ক্যাম্প

ইংল্যান্ড সফরের আগে হচ্ছে না পাকিস্তানের অনুশীলন ক্যাম্প