হংকংয়ের কাছে আফগানিস্তানের বিশ্বকাপ শেষ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২০ এএম, ১০ মার্চ ২০১৮
হংকংয়ের কাছে আফগানিস্তানের বিশ্বকাপ শেষ

হংকংয়ের কাছে হেরে টেস্ট মর্যাদা পাওয়া নতুন দেশ আফগানিস্তানের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। জিম্বাবুয়েতে চলমান ২০১৯ বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ড, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে এবং বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচে গতকাল ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হংকং-এর কাছে ৩০ রানে পরাজিত হওয়ায় উপমহাদেশের দল আফগানদের বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেছে।

বিশ্বকাপ বাছাই পর্বে গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে দুর্বল হংকং-এর কাছে পরাজিত হয় আফগানিস্তান। একই দিন জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে।

স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের কাছে হারার পর নতুন টেস্ট দল আফগানিস্তানের স্বপ্ন এমনিতেই ছিল দোদুল্যমান। তবে হংকং এর ২৪২ রানের জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলার পর বৃষ্টি নামলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩০ রানে হারতে হয় যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে।

পরবর্তী রাউন্ড নিশ্চিত করা প্রথম দল স্কটল্যান্ড। প্রথম দুই ম্যাচের পর গতকাল তৃতীয় ম্যাচে নেপালকে ৪ উইকেটে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে স্কটিশরা। গ্রুপ পর্বে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলে আগামী বছর ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সর্বশেষ দুই দলের একটি হওয়াতে আরো শক্তিশালী অবস্থানে যাবে স্কটল্যান্ড।

বিশ্বকাপ বাছাই পর্বে গতকালের ম্যাচ সমুহের সংক্ষিপ্ত স্কোর:

১.নবম ম্যাচ গ্রুপ এ’ হারারে
নেদারল্যান্ডস : ১৭৬/১০, ৪৬.৩ ওভার (ওয়েসলি বারেসি ৩৭, রায়ান টেন ডসেট ৩৪.; রোহান মুস্তফা ৫/২৬)।
সংযুক্ত আরব আমিরাত : ১৭৭/৪, ৪৪ ওভার (ক্রেইগ সুরি ৭৮*, মুহাম্মদ উসমান ৩৬*; পল ভ্যান মিকেরেন ১/১৮)।
ফল : সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : রোহান মুস্তফা (সংযুক্ত আরব আমিরাত)।

২. দশম ম্যাচ গ্রুপ এ’ হারারে
পাপুয়া নিউ গিনি : ২০০/১০, ৪২.৪ ওভার (আসাদ ভালা ৫৭, টনি উরা ৩৭; কার্লোস ব্র্যাথওয়েট৫/২৭)।
ওয়েস্ট ইন্ডিজ : ২০১/৪, ৪৩ ওভার(জেসন হোল্ডার ৯৯*, শাই হোপ ৪৯*; আলেই নাও ১/১৬)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : জেসন হোল্ডার(ওয়েস্ট ইন্ডিজ)।

৩. একাদশতম ম্যাচ গ্রুপ বি’ বুলাওয়ে
নেপাল : ১৪৯/১০, ৪৭.৪ ওভার (পরশ খাদকা ৩৭, বসন্ত রেগমি ৩৪; স্টুয়ার্ট হুইটিংহাম ৩/৩৫)।
স্কটল্যান্ড : ১৫৩/৬, ৪১.৩ ওভার (কাইল কোয়েতজার ৮৮*, ক্রেইগ ডোনাল্ড ওয়ালেচ১৭*; বসন্ত রেগমি ২/২৬)।
ফল : স্কটল্যান্ড ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : কাইল কোয়েতজার (স্কটল্যান্ড)।

৪. দ্বাদশতম ম্যাচ গ্রুপ বি, বুলাওয়ে
হংকং : ২৪১/৮, ৫০ ওভার ( অংশুমান রাথ ৬৫, বাবর হায়াত ৩১; মুজিব উর রহমান ৩/২৬)।
আফগানিস্তান : ১৯৫/৯, ৪৬ ওভার (দৌলত জাদরান ৪০, মোহাম্মদ নবী ৩৮*; এহসান খান ৪/৩৩)।
ফল : হংকং ৩০ রানে জয়ী।
ম্যাচ সেরা: এহসান খান


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও দিল্লির দায়িত্ব পেলেন গম্ভীর

আবারও দিল্লির দায়িত্ব পেলেন গম্ভীর

সৌরভকে টপকে গেলেন গেইল

সৌরভকে টপকে গেলেন গেইল

বান্ধবীর সঙ্গে অভিসারে হার্দিক পান্ডিয়া

বান্ধবীর সঙ্গে অভিসারে হার্দিক পান্ডিয়া

ক্রিকেটার সামির যৌন কেলেঙ্কারি ফাঁস

ক্রিকেটার সামির যৌন কেলেঙ্কারি ফাঁস