জয় দিয়ে লিগ পর্ব শেষ করলো খেলাঘর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ পিএম, ১৮ মার্চ ২০১৮
জয় দিয়ে লিগ পর্ব শেষ করলো খেলাঘর

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগ পর্ব জয় দিয়ে শেষ হলো খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। রোববার লিগ পর্বের শেষ ম্যাচে খেলাঘর ২ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।

এ জয়ে ১১ খেলা শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত হলো খেলাঘরের। সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে থাকলো প্রাইম ব্যাংক।

সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে প্রাইম ব্যাংক। আল-আমিনের ৯৬ বলে ৯৪, মেহরাব হোসেন জুনিয়রের ৩৭, নাহিদুল ইসলামের ২৮ ও শরিফুল ইসলামের ২২ রানের সুবাদে ১ বল হাতে রেখে ২৬১ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। খেলাঘরের মোহাম্মদ সাদ্দাম ৫৮ রানে ৪টি ও তানভীর ইসলাম ২৮ রানে ৩ উইকেট নেন।

জবাবে ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে খেলাঘরকে দুর্দান্ত জয়ের স্বাদ দেন আট নম্বরে খেলতে নামা মাসুম খান। ২টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন মাসুম।

এছাড়া ৭১ রানের সর্বোচ্চ ইনিংস খেলে খেলাঘরের জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক অমিত মজুমদার। ৫৭ বলে ৬৩ রানের মূল্যবান ইনিংস খেলেন ভারতের অশোক মানেরিয়া। প্রাইম ব্যাংকের শরিফুল ইসলাম ৫০ রানে ৪ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন মজুমদার।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির টুইটে মাহমুদুল্লাহ

আইসিসির টুইটে মাহমুদুল্লাহ

বাংলাদেশের জয়ে অভিভূত বিগ-বি

বাংলাদেশের জয়ে অভিভূত বিগ-বি

আইপিএলের প্লে-অফের ভেন্যু ঘোষণা

আইপিএলের প্লে-অফের ভেন্যু ঘোষণা

নভেম্বরের ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াই

নভেম্বরের ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াই