নভেম্বরের ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৭ মার্চ ২০১৮
নভেম্বরের ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াই

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ৷কোহলিদের দেশে সফরে এসে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্রিস গেইল-স্যামুয়েলসরা৷সিরিজের একমাত্র টি-টোয়ন্টি ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে৷সিরিজের বাকি ম্যাচগুলির ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি৷

শেষবার ২০১৭-র সেপ্টেম্বরে ইডেনে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ান ডে ম্যাচ হয়েছিল৷ তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ২০১৬ সালে শেষ টি-টোয়ন্টি ম্যাচ হয় ইডেনে৷২০১৭এর সেপ্টেম্বরের পর ফের ২০১৮ নভেম্বর, প্রায় একবছর পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে সিএবি৷শনিবার সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান,‘ ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনে সিএবি কোনও কসুর করবে না৷’

নভম্বরে আন্তর্জাতিক ঐ ম্যাচ ছাড়াও এগোরের আইপিএলের কোয়ালিফায়ার হোস্ট করতে পারে ইডেন৷ ইতিমধ্যেই আইপিএলে দুটি প্লে-অফের জন্য পুণকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে সেই দুটি ম্যাচ পুণে আয়োজন করতে না পারলে ম্যাচ আয়োজনের সুযোগ পেতে পারে কলকাতার ইডেন গার্ডেন্স৷

২০১৪ সালে ক্যারিবিয়ানরা শেষবার ভারত সফরে এসেছিল৷নিজেদের দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে অর্থ সংক্রান্ত জামেলায় যদিও সিরিজের মাঝপথেই দেশ ফিরে যায় ওয়েস্ট-ইন্ডিজ৷এরপর ২০১৬ সালে লারার দেশে টেস্ট সিরিজে খেলতে যায় কোহলিরা৷ফের ২০১৭ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ পারি জমায় মেন ইন ব্লু৷সেই সিরিজের পর ২০১৮এ অক্টোবর-নভম্বরে ফের দিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে উড়ে আসছে ভিভ রিচার্ডের দেশ৷


শেয়ার করুন :


আরও পড়ুন

সোশ্যাল মিডিয়া বন্ধ, অসন্তোষ ভারতীয় ক্রিকেটারদের

সোশ্যাল মিডিয়া বন্ধ, অসন্তোষ ভারতীয় ক্রিকেটারদের

এপ্রিলেই কোচ, আর দেরি নয়

এপ্রিলেই কোচ, আর দেরি নয়

ওয়ার্নারের পর জরিমানার কবলে ডি কক

ওয়ার্নারের পর জরিমানার কবলে ডি কক

উত্তাপ নিয়েই মুখোমুখি হচ্ছে দ.আফ্রিকা-অস্ট্রেলিয়া

উত্তাপ নিয়েই মুখোমুখি হচ্ছে দ.আফ্রিকা-অস্ট্রেলিয়া