বিশ্বমঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ক্যারিবীয় মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ পিএম, ০৯ মার্চ ২০২২
বিশ্বমঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ক্যারিবীয় মেয়েরা

আইসিসি ওয়ানাডে নারী বিশ্বকাপে দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিলো ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। টুর্নামেন্টের সপ্তম এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডে নারী দলের বিপক্ষে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ক্যারিবিয় মেয়েরা। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ইংল্যান্ড নারী ক্রিকেট দলকে পরাজিত করার গৌরব অর্জন করলো উইন্ডিজ নারী দল।

জয়ের জন্য ইংল্যান্ড নারী দলের সামনে শেষ ৩ ওভারে দরকার মাত্র ৯ রান। হাতে থাকা ২ উইকেট নিয়েও জয়ের বন্দরে পৌঁছতে পারেনি তারা। অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

শেষ তিন ওভারের প্রথম চার বলেই ২ উইকেট তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে আনিসা মোহাম্মদ মাত্র ১ রান দেওয়ায় ৭ রানের ঐতিহাসিক জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশদের হারিয়ে রেকর্ড গড়ে ক্যারিবীয়রা।

বুধবার (৯ মার্চ) ডানেডিনে টস জিতে প্রথমে ব্যাট করার নিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ব্যাট হাতে শেমাইন ক্যাম্পবেলের হাফ-সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৫ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে ১৪ বল বাকি থাকতে ২১৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের মেয়েরা।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ড নারী দলের এটি দ্বিতীয় পরাজয়। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তারা ১২ রানে পরাজিত হয়েছিল। অন্যদিকে, ইংল্যান্ড নারী দলকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ রানে জয় পেয়েছিল তারা।

টস জিতে ব্যাটিংয়ের শুরুটা ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। দিয়েন্দ্রো ডটিন ৩১, হেইলে ম্যাথিউজের ৪৫ রানের সুবাদে প্রথম ২০ ওভার শেষ ৮১ রান সংগ্রহ করে দল। তবে এরপর ব্যাটিং অর্ডায়ে বিপর্যয় ঘটে। ৫ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবীয় মেয়েরা।

শত রানের (৯৮) আগেই ৪ উইকেট হারালেও পঞ্চম উইকেট জুটিতে ১২৩ রান তুলে দলকে লড়াকু পুঁজি এনে দেন শেমাইন ক্যাম্পবেল এবং চেদিন নেশান। ক্যাম্পবেল ৬৬ রানে আউট হলেও শেষ পর্যন্ত ৪৯ রানে অপরাজিত ছিলেন নেশান। ইংল্যান্ডের পক্ষে বল হাতে সোফি একলেস্টন ২০ রানে ৩ উইকেট শিকার করেন।

ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। তবে শতরানের সংগ্রহ গড়ার আগেই (৯৪) ৫ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। ওপেনার টেমি বেমন্ট ৪৬ রান করলেও বাকিরা হেতু হতে পারেননি।

ডেমি ওয়াট এবং সোফিয়া ডাঙ্কলে ব্যাটে জয়ের দিকে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে ডেমি ওয়াট ৩৩ এবং সোফিয়া ডাঙ্কলে ৩৮ রানে ফিরে যাওয়ার পর ১৫৬ রানে ৮ উইকেট হারিয়ে আবারও হারের শঙ্কায় পড়ে ইংল্যান্ড।

সেখান থেকে ৯ নম্বর একলেস্টন এবং দশ নম্বর ব্যাটার কেট ক্রসের দারুণ লড়াইয়ে আবারও জয়ের স্বপ্ন দেখায় ইংলিশদের। নানা নাটকীয়তা পূর্ণ ম্যাচে শেষ দিকে গিয়ে হেরে যায় ইংল্যান্ডের মেয়েরা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেয়ে ফাতিমাকে ফিফটি উৎসর্গ করলেন বিসমাহ

মেয়ে ফাতিমাকে ফিফটি উৎসর্গ করলেন বিসমাহ

প্রচুর বৃষ্টি হয়েছিল, মাঠ খেলার অবস্থায় ছিল না: নিগার সুলতানা

প্রচুর বৃষ্টি হয়েছিল, মাঠ খেলার অবস্থায় ছিল না: নিগার সুলতানা

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’