রাজনৈতিক ইস্যুতে পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু বদল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ পিএম, ৩১ মে ২০২২
রাজনৈতিক ইস্যুতে পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু বদল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জুনে পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। প্রাথমিক সূচি অনুযায়ী পুরো সিরিজ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ইস্যুতে মুলতানে সরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভেন্যু পরিবর্তিত হলেও বদল হচ্ছে না সিরিজের সময়সূচি।

২০২১ সালের ডিসেম্বরে এই ওয়ানডে সিরিজ আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে টি-টোয়েন্টি খেলেই দেশে ফিরেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তীতে নতুন করে এই সিরিজের সময়সূচি ঘোষণা করে পিসিবি।

পূর্ব ঘোষিত সূচিতে সবগুলো ম্যাচই রাওয়ালপিন্ডিতে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে সদ্য পদ হারানো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক আন্দোলনের কারণে রাওয়ালপিন্ডি এবং ইসলামবাদজুড়ে বিরাজ করছে অস্থিরতা। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিরিজের ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

রাওয়ালপিন্ডিতে সম্ভব না হলে দক্ষিণ পাঞ্জাবের শহর মুলতানে সিরিজ আয়োজন করা হবে, এমন আভাস আগেই দিয়েছিল পিসিবি। শেষ পর্যন্ত ওই পথেই হেঁটেছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

তবে এই সময়ে মুলতানে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় বেশ হতবাক হয়েছে দেশটির ক্রিকেট সমর্থকরা। কারণ, দক্ষিণ পাঞ্জাবে অতিরিক্ত গরমের কারণে এই সময়ে স্বাভাবিক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিল সময়ে তাপমাত্রা কম থাকায় এই সময়ে এখানে ম্যাচ আয়োজন করে পাকিস্তান।

লাহোর এবং করাচিতে পিচের কাজ নতুন করে শুরু করায় এইখানে ম্যাচ আয়োজন সম্ভব নয়। এছাড়াও পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামের উন্নয়ন কাজ চলায় সেখানেও ম্যাচ আয়োজন করা অসম্ভব। তাই পিসিবির সামনে একমাত্র বিকল্প ছিল মুলতান।

চলতি বছরের ৮, ১০ ও ১২ এপ্রিল মুলতানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ। অতিরিক্ত গরমের কারণে স্থানীয় সময় বিকাল ৪ টায় থেকে ম্যাচ শুরুর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সর্বশেষ ২০০৮ সালে মুলতানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশকে আতিথ্য দিয়েছিল পাকিস্তান।

চলতি বছরের ৬ জুন পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। সেখান থেকে সরাসরি চার্টার্ড বিমানে মুলতানে যাবে ক্যারিবিয়ানরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের সূচি পরিবর্তন চায় শ্রীলঙ্কা, পাকিস্তানের সমর্থন

এশিয়া কাপের সূচি পরিবর্তন চায় শ্রীলঙ্কা, পাকিস্তানের সমর্থন

ইমাদ ওয়াসিমকে বাদ দেওয়ার কারণ জানালো পিসিবি

ইমাদ ওয়াসিমকে বাদ দেওয়ার কারণ জানালো পিসিবি

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

শীঘ্রই তিন ফরম্যাটে শীর্ষস্থান দখল করবেন বাবর: দিনেশ কার্তিক

শীঘ্রই তিন ফরম্যাটে শীর্ষস্থান দখল করবেন বাবর: দিনেশ কার্তিক