সেঞ্চুরি করে মরগ্যান-জয়েসের পাশে চ্যাপম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০১ আগস্ট ২০২২
সেঞ্চুরি করে মরগ্যান-জয়েসের পাশে চ্যাপম্যান

স্কটল্যান্ড সফরে একমাত্র ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ৭৫ বলে ১০১ রান করে অপারিজত ছিলেন কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যান। এই সেঞ্চুরির পর ওয়ানডে ক্রিকেটে দুই দেশের হয়ে সেঞ্চুরি করা ক্রিকেটারদের ছোট্ট তালিকায় যুক্ত হয়েছেন চ্যাপম্যান। আগে থেকে এই তালিকায় ছিল ইয়ন মরগ্যান ও এড জয়েসের নাম।

ডাবলিনে জন্ম নেওয়া আইরিশ ব্যাটার এড জয়েস আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পান আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেটি পেয়েছিলেন ইংল্যান্ডের হয়ে।

এরপরেই ইংলিশ জার্সি তুলে রেখে আয়ারল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন এড জয়েস। চার বছর বিরতির পর ২০১১ সালে আয়ারল্যান্ডের জার্সিতে খেলার সুযোগ পান তিনি। এর দুই বছর পর ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের হয়ে প্রথম সেঞ্চুরির দেখা পান। এতেই দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুই দেশের হয়ে সেঞ্চুরির কীর্তি গড়েন এড জয়েস।

প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ইয়ন মরগান। ২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ২০০৭ সালে কানাডার বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পান।

২০০৯ সালে আয়ারল্যান্ডের জার্সি তুলে রেখে ইংল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন মরগ্যান। ইংলিশদের হয়ে অভিষেকের পরের বছর ২০১০ সালে ইংল্যান্ডের হয়ে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দুই দেশের হয়ে সেঞ্চুরির রেকর্ড গড়েন মরগ্যান।

এড জয়েসের পর দুই দেশের হয়ে তৃতীয় সেঞ্চুরিয়ান পেতে অপেক্ষাটা এক দশকের। রোববার (৩১ জুলাই) স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ছোট্ট এই তালিকায় নাম লেখান মার্ক চ্যাপম্যান।

২০১৫ সালে আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে হংকংয়ের হয়ে অভিষেক হয় চ্যাপম্যানের। ওই ম্যাচে ১২৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। এর তিন বছর পর ২০১৮ নিউজিল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন চ্যাপম্যান।

অবশ্য হংকংয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার বছরই নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেন চ্যাপম্যান। এর তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে কিউই জার্সি পড়ার সুযোগ পান।

আর ২০২২ সালে এসে নিউজিল্যান্ডের জার্সিতে পেলেন ক্যারিয়ারের প্রথম শতক। এতেই দুই দেশের হয়ে সেঞ্চুরির করা ক্রিকেটারদের তালিকায় তিন নম্বর সংযোজন হলেন মার্ক চ্যাপম্যান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির ক্রিকেট কমিটির নতুন মুখ ভেট্টোরি-লক্ষ্মণ

আইসিসির ক্রিকেট কমিটির নতুন মুখ ভেট্টোরি-লক্ষ্মণ

আয়ারল্যান্ডকে হারিয়ে রেকর্ডবুকে কিউই হ্যাটট্রিকম্যান ব্রেসওয়েল

আয়ারল্যান্ডকে হারিয়ে রেকর্ডবুকে কিউই হ্যাটট্রিকম্যান ব্রেসওয়েল

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন

টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন