ভালো শুরু ধরে রাখতে না পারার আক্ষেপ তামিমের কণ্ঠে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৭ আগস্ট ২০২২
ভালো শুরু ধরে রাখতে না পারার আক্ষেপ তামিমের কণ্ঠে

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে দলীয় রানের কোটা ৩০০ পার হলেও দ্বিতীয়টাতে ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরুর পরও বড় সংগ্রহ দাঁড় করাতে না পারার আক্ষেপ করেছেন অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৯০ রানে থামে বাংলাদেশের ইনিংস। অথচ শুরুতে দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের শুরুটা ছিল বেশ দারুণ।

তামিম-বিজয়ের আউটের পর সেই রানের সেই ধারা ধরে রাখতে না পারায় সম্মানজনক সংগ্রহতেই আটকে থাকে বাংলাদেশের ইনিংস। এর জন্য মিডল ও লোয়ার অর্ডার ব্যাটারদের দায় দেখছেন অধিনায়ক।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণীতে তামিম বলেন, “আমরা সম্মানজনক সংগ্রহ দাঁড় করিয়েছিলাম। ভালো শুরুটা ধরে রাখতে পারিনি। উইকেট শুরু থেকেই ব্যাটিংয়ের জন্য ভালো ছিল।”

“ম্যাচ জয়ের সম্পূর্ণ কৃতিত্ব জিম্বাবুয়ে পেতেই পারে। এই সিরিজে তারাই সেরা দল।”-বলেন তামিম। জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের হতাশা মুছে ফিরে আসার সংকল্পও করেছেন বাংলাদেশ কাপ্তান।

বলেন, “আমাদের হতাশা ঝেড়ে ফেলতে হবে। সেরা ক্রিকেট খেলতে না পারায় আমাদের এই অবস্থা। ওরা চার সেঞ্চুরি পেয়েছে অথচ আমাদের শূন্য।”

বুধবার (১০ আগস্ট) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে একই মাঠে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে সিকান্দার রাজার টানা দ্বিতীয় শতক 

বাংলাদেশের বিপক্ষে সিকান্দার রাজার টানা দ্বিতীয় শতক 

জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের টানা ফিফটি

জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের টানা ফিফটি

এশিয়া কাপে অনিশ্চিত লিটন

এশিয়া কাপে অনিশ্চিত লিটন