আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বাবর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বাবর

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অনেকদিন ধরেই দারুন ধারাবাহিক পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গত বছর টেস্ট ক্রিকেটেও বাবর ছিলেন দুর্দান্ত। তারই ফল পেলেন এই ডানহাতি ব্যাটার। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক। জিতে নিয়েছেন মর্যাদার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি। একই সঙ্গে ২০২২ সালের সেরা নারী ক্রিকেটারের পুরস্কার ‘র‍্যাচেল হেহো ফ্লিন্ট’ ট্রফি জিতেছেন ইংল্যান্ড অলরাউন্ডার ন্যাট সিভার।

দ্বিতীয়বারের মতো বর্ষসেরা পুরস্কার জেতার সম্ভবনা ছিল বেন স্টোকসেরও। তবে স্টোকস, সিকান্দার রাজা ও টিম সাউদিকে হারিয়েই সেরা হয়েছেন বাবর। সিভারকে লড়াই করতে হয়েছে ভারতের স্মৃতি মান্ধানা, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও অস্ট্রেলিয়ার বেথ মুনির সঙ্গে।

বাবরের ২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে। তিন সংস্করণ মিলিয়ে এই সময়ে ৪৪ ম্যাচে ৫৪.১২ গড়ে ২৫৯৮ রান করেন তিনি। আর কোনো ব্যাটার ২ হাজার রানও করতে পারেননি। এবছর তার রয়েছে আটটি সেঞ্চুরি।

২০২১ সালের জুলাই থেকে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন। টানা দুবার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন তিনি।

এদিকে ‘স্পিরিট অব দ্যা ক্রিকেট’ এর পুরস্কার জিতেছেন নেপালের উইকেটকিপার-ব্যাটার আসিফ শেখ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি ২০ ম্যাচেে আসিফের সঙ্গে ধাক্কা লাগে আইরিশ ক্রিকেটার অ্যান্ডি ম্যাকব্রাইনের। এই সময়ে রান আউটের সুযোগ পাওয়ার পরও আসিফ আউট করেন। তারই পুরস্কার দিল আইসিসি।

 

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটে চারজন, মাহমুদউল্লাহ শুধু ওয়ানডেতে

কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটে চারজন, মাহমুদউল্লাহ শুধু ওয়ানডেতে

জিতেও সেমিফাইনালে যেতে পারলো না বাংলাদেশের মেয়েরা

জিতেও সেমিফাইনালে যেতে পারলো না বাংলাদেশের মেয়েরা