তামিম-সাকিবের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২২ জুলাই ২০১৮
তামিম-সাকিবের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

এনামুল হক বিজয়, নিজের তৃতীয় বলে শূন্য রানে বিদায়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের দলে ফেরা রাসেলের ওভারে ওয়াইড থেকে আসা ১ রান। এটিই মোট দলীও রান। অপর প্রান্তে ৬ বল খেলে শূন্য রানে দাঁড়ানো ওপেনার তামিম ইকবাল। এমন সময় ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান।

বিজয়ের আউটে শুরুর ধাক্কা সামলিয়ে এগিয়ে যাচ্ছেন তামিম-সাকিব। দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে টেনে নিচ্ছেন তারা। এখন পর্যন্ত (১৮ ওভার ৪ বল) ৬৭ রানেই তারা দুজন ব্যাট করছেন।

বিশ্বকাপকে সামনে রেখে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে এনামুল হক বিজয়কে থিতু করার চেষ্টা চলছে। তবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আস্থার প্রতিদানটা দিতে পারেননি বিজয়। শূন্য রানেই সাজঘরে ফিরেছেন ডানহাতি এ ওপেনার।

জেসন হোল্ডারের সুইং করে বেরিয়ে যাওয়া বলে আলতো করে ব্যাট ছুুঁইয়ে দিয়েছেন বিজয়। সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে ক্যাচটা ধরতে কষ্ট হয়নি অ্যাশলে নার্সের। ফলে ৩ বল মোকাবেলায় শূন্য রানেই শেষ বিজয়ের ফেরার ইনিংস।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জীতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব টেস্ট খেলতে চান না : পাপন

সাকিব টেস্ট খেলতে চান না : পাপন

আলাদা দল গঠনের অবস্থা বাংলাদেশের হয়নি : আকরাম

আলাদা দল গঠনের অবস্থা বাংলাদেশের হয়নি : আকরাম

মোস্তাফিজের বাইরে যাওয়া ঠিক হবে না : পাপন

মোস্তাফিজের বাইরে যাওয়া ঠিক হবে না : পাপন

টেস্টে বিধ্বস্ত বাংলাদেশের এবার ওয়ানডে মিশন

টেস্টে বিধ্বস্ত বাংলাদেশের এবার ওয়ানডে মিশন