টানা জয়ের পর হাসারাঙ্গার ঘূর্ণিতে কুপোকাত ওমান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৩ জুন ২০২৩
টানা জয়ের পর হাসারাঙ্গার ঘূর্ণিতে কুপোকাত ওমান

বিশ্বকাপ বাছাইপর্বে আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। এবার ওমানের বিপক্ষেও করলেন দারুণ বোলিং, ১৩ রানে শিকার করেছেন ৫ উইকেট। হাসারাঙ্গার এমন বোলিংয়ে ওমানকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।

নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ১৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছিল লঙ্কানরা। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নেওয়ার পর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম হারের স্বাদ পেল ওমান।

শুক্রবার (২৩ জুন) বুলাওয়ের কুইন্স স্পোটর্স ক্লাব মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে শ্রীলঙ্কা। লঙ্কান দুই পেসার কাসুন রাজিথা ও লাহিরু কুমারার তোপে ২০ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ওমান। এর মধ্যে কুমারার শিকার ছিল ৩ উইকেট।

কুমারা-রাজিথার ধাক্কা সামলে পঞ্চম উইকেটে ৫২ রানের জুটি গড়েন ওমানের আয়ান খান ও জতিন্দার সিং। ২১তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে ৩ উইকেট তুলে নেন হাসারাঙ্গা। এরপর আরও ২ উইকেট নিয়ে ওমানকে ৩০.২ ওভারে ৯৮ রানে গুটিয়ে দেন হাসারাঙ্গা।

৭.২ ওভার বল করে ১৩ রানে ৫ উইকেট নেন হাসারাঙ্গা। ৪৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। এছাড়া কুমারা ২২ রানে নেন ৩ উইকেট। ওমানের পক্ষে আয়ান ৪১ ও জতিন্দার ২১ রান করেন।

জবাবে হেসেখেলে ৯৯ রানের সহজ টার্গেট স্পর্শ করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। ১৫ ওভারে বিনা উইকেটে ১০০ রান তুলেন তারা। ৮টি চারে ৫১ বলে অপরাজিত ৬১ রান করেন করুনারত্নে। ৫টি চারে ৩৯ বলে অপরাজিত ৩৭ রান করেন নিশাঙ্কা। ম্যাচ সেরা হন হাসারাঙ্গা।



শেয়ার করুন :