বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক কুসল মেন্ডিস, দলে চামিকা করুণারত্নে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ পিএম, ১৫ অক্টোবর ২০২৩
বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক কুসল মেন্ডিস, দলে চামিকা করুণারত্নে

বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কা ক্রিকেট দলের। এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচেই হারের স্বাদ নিতে হয়েছে। এর মাঝে পরিবর্তন করতে হলো নেতৃত্ব। নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার পরিবর্তে বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্ব দিবেন এখন কুসল মেন্ডিস। এছাড়া ছিটকে যাওয়া অধিনায়ক দাসুন শানাকার পরিবর্তে দলে চামিকা করুণারত্নে যুক্ত করা হয়েছে।

ডান উরুতে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দাসুন শানাকা। ফলে তার অনুপস্থিতিতে বিশ্বকাপে শ্রীলঙ্কা নেতৃত্ব দেবেন টপ অর্ডার ব্যাটার কুসল মেন্ডিস।

২৮ বছর বয়সী মেন্ডিস এতদিন ছিলেন সহ-অধিনায়কের দায়িত্বে। এবার তাকে শ্রীলঙ্কার নেতৃত্বের গুরুভার সামলাতে হবে। তবে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের নিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন মেন্ডিস। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

এদিকে, দাসুন শানাকা ছিটকে যাওয়ায় বিশ্বকাপ দলে চামিকা করুণারত্নেকে যুক্ত করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এ পরিবর্তন আইসিসি অনুমোদন করেছে। আইসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারের ম্যাচে চোট পান শানাকা। ৩২ বছর বয়সী অলরাউন্ডারের সেরে ওঠার জন্য তিন সপ্তাহ সময় দরকার। তবে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আপাতত কিছুদিন দলের সাথেই থাকবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও হারের স্বাদ পায় লঙ্কানরা। এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে লঙ্কানরা।


শেয়ার করুন :