সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও দাপুটে খেলে জয় তুলে নিলো বাংলাদেশের মেয়েরা। ওপেনার ফারজানা হকের ফিফটির পর শারমিনা সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটিংয়ে উইকেটে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ।
শনিবার (৩০ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান করে আয়ারল্যান্ডের মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে ৩৭ বল বাকি রেখেই ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।
জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ১৪ বলে ৬ রানে ফিরলে দলীয় ১৫ রানে উদ্বোধনী জুটি হারায় বাংলাদেশ।
শুরুতেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটিতে দলকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার ফারজানা হক ও তিন নম্বরে নামা শারমিন আকতার। দলীয় ১শ রানে বিচ্ছিন্ন তারা।
ওয়ানডে ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরি তুলে আউট হন ফারজানা। ৮৯ বল খেলে ৬টি চারে ৫০ রান করেন তিনি। ফারজানা ফেরার ৭ রান পর আউট হন শারমিনও। ৪টি চারে ৬৩ বলে ৪৩ রান করেন তিনি।
৭ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১২৯ রানে সোবহানা মোস্তারি থামলেও চাপ বেড়ে যায় বাংলাদেশের। ১৬ রান করেন সোবহানা।
তবে পঞ্চম উইকেটে স্বর্ণাকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন অধিনায়ক নিগার সুলতানা। জয় থেকে ১২ রান দূরে থাকতে আউট হন নিগার। ৪টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নিগার।
অধিনায়ক ফেরার পর স্বর্ণা ও ফাহিমা খাতুনের ১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৭ বল বাকি রেখে জয় তুলে নেয় টাইগ্রেসরা। স্বর্ণা ২৯ ও ফাহিমা ৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন নিগার।
এই জয়ে আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে টাইগ্রেসরা।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে ২ ডিসেম্বর মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ।