নিরাপত্তা শঙ্কা, ভারত বিশ্বকাপে পাল্টে গেল বাংলাদেশের ভেন্যু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২২ আগস্ট ২০২৫
নিরাপত্তা শঙ্কা, ভারত বিশ্বকাপে পাল্টে গেল বাংলাদেশের ভেন্যু

ফাইল ফটো

নিরাপত্তার কারণে নারী বিশ্বকাপে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে। এর ফলে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের ভেন্যুতেও পরিবর্তন হলো। তবে ম্যাচের তারিখ বা সময়ে কোন পরিবর্তন হয়নি।

শুক্রবার (২২ আগস্ট) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে নারী বিশ্বকাপের ভেন্যুর পরিবর্তনের কথা জানিয়েছে।

গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আইপিএল শিরোপা জয় উদযাপনের সময় পদদলিত হয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ১১ জন মারা যান। ফলে ব্যাঙ্গালুরুর ওই ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন শঙ্কার মধ্যে পড়েছিল।

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে শেষ পর্যন্ত দেশটির রাজ্য সরকারের অনুমতি না পাওয়ায় নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ হারালো কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। বাধ্য হয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ ভেন্যুতে পরিবর্তন আনে আইসিসি।

পূর্বের সূচি অনুযায়ী ২৬ অক্টোবর ব্যাঙ্গালুরুতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এখন নাভি মুম্বাইয়ের ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

এছাড়া পূর্বে ঘোষিত সূচি অনুসারে শ্রীলঙ্কার কলম্বোতে দু’টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ম্যাচ দু’টি ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। নতুন সূচি অনুযায়ী, কলম্বোতে শুধু পাকিস্তানের বিপক্ষেই খেলবে নিগার সুলতানার দল। শ্রীলঙ্কার বিপক্ষে ২০ অক্টোবরের ম্যাচটি অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ে।

২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ইংল্যান্ড এবং ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের গুয়াহাটিতে খেলবে বাংলাদেশ।

১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো ভারতের বিশাখাপত্নমে ম্যাচ আছে বাংলাদেশের। এরপর ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে নাভি মুম্বাইয়ে খেলবে টাইগ্রেসরা।

ব্যাঙ্গালুরুতে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ৩০ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। তবে ভেন্যু পরিবর্তনে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে গুয়াহাটিতে।

২৯ অক্টোবর প্রথম সেমি-ফাইনাল এবং ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর ফাইনাল দিয়ে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।



শেয়ার করুন :