বিদায় বেলায় ভারতকে নিয়ে খেললো হংকং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮
বিদায় বেলায় ভারতকে নিয়ে খেললো হংকং

ছবি : ক্রিকইনফো

শুধু অভিজ্ঞতার জন্য হারলো হংকং। তবে ওয়ানডে স্ট্যাটাস না পাওয়া দল হংকং খেললো ভারতকে নিয়ে। শেষ দিকে ভারতের মতো ব্যাটিংয়ে তালগোল না পাঁকালে হয়তো জয়ও ছিনিয়ে নিতে পারতো। ওপেনিংয়ে ৩৪.১ ওভারে ১৭৪ রানের জুটি গড়ার পরও হংকংকে হারতে হয়েছে মাত্র ২৬ রানে। ভারতের করা ২৮৬ রানের জবাবে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৫৯ রানে থেমে যায় হংকং।

শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পাওয়া ভারত এশিয়া কাপে জয়ে শুরু করলো ভারত। রোহিত শর্মাদের এ জয়ে সুপার ফোরে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গী হলো ভারত ও পাকিস্তান। অন্যদিকে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে বিদায় নিলো হংকং।

হংকংয়ের জয়ের জন্য শেষ ১৬ ওভারে ১১২ রান প্রয়োজন ছিল, হাতে ছিল ১০ উইকেট। তবে সে সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। এর আগে হংকং ৩৪ ওভার পর্যন্ত বিনা উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এ নিয়ে তিনবার ৩৩ ওভারের মধ্যে প্রতিপক্ষের ওপেনারদের উইকেট নিতে পারেনি বোলাররা। আগের দু’বার ছিল দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয়বার দল হিসেবে যুক্ত হলো হংকং।

৯৭ বলে ৭৩ রান করে আউট হন হংকং অধিনায়ক। ভারতের বোলার প্রথম উইকেটের পতনের দেখা পায়। ৪টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কা মেরে এ সংগ্রহ করেন হংকংয়ে অধিনায়ক আনশুমান।

অপর ওপেনার নিজাকাত খানও সেঞ্চুরির কাছাকাছি গিয়েও মাত্র ৮ রান দূরে থাকতে আউট হয়ে যান। ৯২ রানে অভিষিক্ত খলিল আহমেদের বলে লেগ বিফোর হয়ে ফিরে যান সাজঘরর। ৯২ রান সংগ্রহ করতে বল মোকাবেলা করেন ১১৫টি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং। ২২ রান করেন এহসান খান। ১৭ রান করেন কিঞ্চিত শাহ এবং ১৮ রান করেন বাবর হায়াত। ১২ রানে অপরাজিত থাকেন তানভির আফজাল। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন খলিল আহমেদ এবং ইয়ুযবেন্দ্র চাহাল। ২ উইকেট নেন কুলদ্বীপ যাদব।

এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো করে ভারত। দ্বিতীয় উইকেটে অম্বাতি রাইডুর সঙ্গে ১১৬ রানের জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান ধাওয়ান। ৭০ বলে দুই ছক্কা আর তিন চারে ৬০ রান করে ফিরে যান রাইডু।

দিনেশ কার্তিকের সঙ্গে ৭৯ রানের আরেকটি দারুণ জুটিতে ভারতকে শেষের ঝড় তোলার মঞ্চ তৈরি করে দেন ধাওয়ান। ২ উইকেটে ২৩৭ রান নিয়ে ডেথ ওভারে যায় ভারত। কিন্তু হাতে ৮ উইকেট আর ক্রিজে দুই থিতু ব্যাটসম্যান থাকার পরও প্রত্যাশিত ঝড় তুলতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এক সময়ে তিনশর বেশি রানে নজর রাখা দলটি শেষ ১০ ওভারে মাত্র ৪৮ যোগ করে থামে ২৮৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ২৮৫/৭ (রোহিত ২৩, ধাওয়ান ১২৭, রাইডু ৬০, কার্তিক ৩৩; নওয়াজ ১/৫০, এজাজ ১/৪১, এহসান ২/৬৫, কিনচিত ৩/৩৯)।

হংকং : ৫০ ওভারে ২৫৯/৮ (নিজাকাত ৯২, আনশুমান ৭৩, বাবর ১৮, এহসান ২২; খলিল ৩/৪৮, চেহেল ৩/৪৬, কুলদীপ ২/৪২, কেদার ০/২৮)

ফল: ভারত ২৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : শিখর ধাওয়ান।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-পাকিস্তান ম্যাচের পাঁচ স্মরণীয় ঘটনা

ভারত-পাকিস্তান ম্যাচের পাঁচ স্মরণীয় ঘটনা

সুপার ফোরে কঠিন সূচিতে বাংলাদেশ

সুপার ফোরে কঠিন সূচিতে বাংলাদেশ

হংকং ছোট বলেই কি আম্পায়ারদের এতো হাস্যকর ভুল?

হংকং ছোট বলেই কি আম্পায়ারদের এতো হাস্যকর ভুল?

বিদায় শ্রীলঙ্কা, বাংলাদেশের সঙ্গে সুপার ফোরে আফগানিস্তান

বিদায় শ্রীলঙ্কা, বাংলাদেশের সঙ্গে সুপার ফোরে আফগানিস্তান