আবারও বৃষ্টি, আবারও ইংল্যান্ডের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৮ অক্টোবর ২০১৮
আবারও বৃষ্টি, আবারও ইংল্যান্ডের জয়

ছবি : ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ডাবল লিড নিল সফরকারী ইংল্যান্ড। গতরাতে বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় ম্যাচে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে ইংলিশরা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। বৃষ্টি আইনে দ্বিতীয় ওয়ানডেতে ৩১ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড।

বৃষ্টির কারণে ক্যান্ডিতে ২১ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই ছিল শ্রীলঙ্কার দুই ওপেনার নিরোশান ডিকবেলা ও সাদিরা সামারাবিক্রমা । ৩৩ বলে ৫৭ রানের জুটি গড়েন তারা। এর মধ্যে ৩৬ রান অবদান ছিল ডিকবেলার। ২০ বল মোকাবেলা করে ৮টি চারের সহায়তায় নিজের ইনিংসটি সাজান ডিকবেলা।

বড় ইনিংস খেলার আভাস দিয়ে ৩৫ রানে থেমে যান সামারাবিক্রমা। তার ৩৪ বলের ইনিংসে ৪টি চার ছিল। এরপর অধিনায়ক দিনেশ চান্ডিমালের ৪২ বলে ৩৪ ও দাসুন শানাকার ১০ বলে ২১ রানের সুবাদে ২১ ওভারে ৯ উইকেটে ১৫০ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ ৪টি ও টম কারান ৩টি উইকেট নেন।

জয়ের জন্য ১৫১ রানের টার্গেটে খেলতে নেমে ৩৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন ওপেনার জেসন রয় ও অধিনায়ক ইয়োইন মরগান। ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ বলে ৪১ রান করে রয় ফিরলেও বেন স্টোকসকে নিয়ে ১৫ বল বাকি রেখেই দলের জয় নিশ্চিত করেন মরগান। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৭৩ রান যোগ করেন মরগান ও স্টোকস।

৭টি চারে ৪৯ বলে অপরাজিত ৫৮ রান করেন মরগান। ১টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে অপরাজিত ৩৫ রান করেন স্টোকস। শ্রীলঙ্কার আমিলা আপনসো ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের রশিদ।

একই ভেন্যুতে আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ১৫০/৯, ২১ ওভার (ডিকবেলা ৩৬, সামারাবিক্রমা ৩৫, রশিদ ৪/৩৬)।
ইংল্যান্ড : ১৫৩/৩, ১৮.৩ ওভার (মরগান ৫৮*, রয় ৪১, আপনসো ২/২৭)।

ফল : ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
ম্যাচ সেরা : আদিল রশিদ (ইংল্যান্ড)।


শেয়ার করুন :


আরও পড়ুন

আমলাকে রেখে ডাকা হলো মরিস-বেহারদিয়ান-প্রিটোরিয়াসকে

আমলাকে রেখে ডাকা হলো মরিস-বেহারদিয়ান-প্রিটোরিয়াসকে

২০১৯ বিশ্বকাপে খেলার আশাবাদী নন মালিঙ্গা

২০১৯ বিশ্বকাপে খেলার আশাবাদী নন মালিঙ্গা

বিরল রেকর্ড গড়ল 'কিংবদন্তি' ক্রিকেট পরিবার

বিরল রেকর্ড গড়ল 'কিংবদন্তি' ক্রিকেট পরিবার

ধোনির সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটের ‘অন্ধকার’ দিক

ধোনির সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটের ‘অন্ধকার’ দিক