ঝড়ো ব্যাটিংয়ে ইমরুলের ৫০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৮
ঝড়ো ব্যাটিংয়ে ইমরুলের ৫০

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৮৬ রান।

ইমরুলের ঝড়ো ব্যাটিংয়ে তুলে নেয় ৪৯ বলে ৫৯ রান।

২৮৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। জিম্বাবুয়ের পেসার জারভিসের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই লেগ বিফোরের শিকার হয়ে ফিরলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।

তবে ধাক্কা সামলে পাল্টা আক্রমণাত্বক ব্যাটিং করছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। এই দু'জনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০৩ রান। ইনিংসের প্রথম বাউন্ডারি হাঁকিয়েছেন আগের দুই ম্যাচে যথাক্রমে ১৪৪ ও ৯০ রানের ইনিংস খেলা কায়েস। সৌম্য খেলছেন ৪৩ বলে ৪২ রান নিয়ে।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম বলেই আউট লিটন দাস

প্রথম বলেই আউট লিটন দাস

সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ওয়ার্নার

সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ওয়ার্নার

জিম্বাবুয়ে-বাংলাদেশ টেস্ট চার নতুন মুখ

জিম্বাবুয়ে-বাংলাদেশ টেস্ট চার নতুন মুখ

আবার টেস্ট নেতৃত্বে মাহমুদউল্লাহ

আবার টেস্ট নেতৃত্বে মাহমুদউল্লাহ