সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৬ অক্টোবর ২০১৮
সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ওয়ার্নার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। শুধু তা’ই নয়, সিলেটের হয়ে খেলতে অস্থির হয়ে আছেন ওয়ার্নার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় থাকা এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

ওয়ার্নার বলেন, ‘হ্যালো বাংলাদেশ, ডেভিড ওয়ার্নার বলছি। আমি এটা জানাতে পেরে খুব উচ্ছ্বসিত যে আমি এখন একজন সিক্সার্স। সিলেট সিক্সার্স পরিবারে যোগ দিতে আমার তর সইছে না। খুব শিগগিরই দেখা হচ্ছে। লাগলে বাড়ি বাউন্ডারি।’

বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞায় আছেন ওয়ার্নার। বিশ্বের কিছু কিছু ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। তবে নিজ দেশ কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর আইপিএলের গত আসরে খেলা হয়নি তার।

এবার বিপিএল শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। দেশে জাতীয় নির্বাচনের জন্য পিছিয়ে এ সময়টাকেই নির্ধারণ করা হয়েছে। বিপিএলের এবার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। তার আগেই প্রতিটি ফ্রাঞ্চাইজি অন্তত দু’জন করে বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে ফেলতে পারবে।

যাদের সঙ্গে চুক্তি করে ফেলতে হবে এবং সংশ্লিষ্ট কাগজ-পত্র জমা দিতে হবে বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। এর ফলে সেই চুক্তিকৃত খেলোয়াড়দের নাম আর ড্রাফটে তোলা হবে না।

ইতোমধ্যেই প্রায় প্রতিটি ফ্রাঞ্চাইজি দু’জন করে বিদেশি ক্রিকেটার নিশ্চিত করেছে। সিলেট সিক্সার্স অপেক্ষায় ছিল। অবশেষে তারাও দু’জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করলো। তাদের মধ্যে একজন ডেভিড ওয়াার্নার, অন্যজন নেপালের এক সম্ভাবনাময়ী ক্রিকেটার।


শেয়ার করুন :


আরও পড়ুন

তিন ভেন্যুতে বিপিএল শুরু ৫ জানুয়ারি

তিন ভেন্যুতে বিপিএল শুরু ৫ জানুয়ারি

নিরাপত্তার অজুহাত দেয়া হেলসই এবার রংপুর রাইডার্সে

নিরাপত্তার অজুহাত দেয়া হেলসই এবার রংপুর রাইডার্সে

বিপিএলে সিলেট সিক্সার্সের কোচ হলেন ওয়াকার

বিপিএলে সিলেট সিক্সার্সের কোচ হলেন ওয়াকার

চ্যাম্পিয়ন মাশরাফিদের প্রাইজমানি ২ কোটি

চ্যাম্পিয়ন মাশরাফিদের প্রাইজমানি ২ কোটি