প্রথম বলেই আউট লিটন দাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৬ অক্টোবর ২০১৮
প্রথম বলেই আউট লিটন দাস

চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৮৬ রান।

এশিয়া কাপের শেষ ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রান করেছিলেন লিটন। ঘুরে দাঁড়িয়েছিলেন পরের ম্যাচেই, খেলেন ৮৩ রানের ঝলমলে ইনিংস।

সিরিজের শেষ ম্যাচে আবারও ব্যর্থতার বৃত্তে বন্দী লিটন। ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কাইল জার্ভিসের করা ইনিংসের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে ধরা পড়েছেন লিটন। থার্ড আম্পায়ার রিভিউ করেও নিজের উইকেট বাঁচাতে পারেননি তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭৭ রান। ইনিংসের প্রথম বাউন্ডারি হাঁকিয়েছেন আগের দুই ম্যাচে যথাক্রমে ১৪৪ ও ৯০ রানের ইনিংস খেলা কায়েস। সৌম্য খেলছেন ৩৩ রান নিয়ে।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ওয়ার্নার

সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ওয়ার্নার

জিম্বাবুয়ে-বাংলাদেশ টেস্ট চার নতুন মুখ

জিম্বাবুয়ে-বাংলাদেশ টেস্ট চার নতুন মুখ

আবার টেস্ট নেতৃত্বে মাহমুদউল্লাহ

আবার টেস্ট নেতৃত্বে মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে ডাক পেলেন শাহাদাত

জিম্বাবুয়ের বিপক্ষে ডাক পেলেন শাহাদাত