নেতৃত্বের রেকর্ড গড়লেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮
নেতৃত্বের রেকর্ড গড়লেন মাশরাফি

ফাইল ছবি

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড করলেন মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস করতে নেমেই বিরল এক রেকর্ডের স্বাদ নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।

এখন পর্যন্ত ৭০টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন ম্যাশ। ফলে পেছনে পড়ে গেলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন । হাবিবুল ৬৯টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া অধিনায়করা :
খেলোয়াড় ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত
মাশরাফি বিন মর্তুজা (২০১০-২০১৮) ৭০* ৩৯ ২৮ ০ ২
হাবিবুল বাশার (২০০৪-২০০৭) ৬৯ ২৯ ৪০ ০ ০
সাকিব আল হাসান (২০০৯-২০১৭) ৫০ ২৩ ২৬ ০ ১
মোহাম্মদ আশরাফুল (২০০৭-২০০৯) ৩৮ ৮ ৩০ ০ ০
মুশফিকুর রহিম (২০১১-২০১৪) ৩৭ ১১ ২৪ ০ ২
খালেদ মাসুদ (২০০১-২০০৬) ৩০ ৪ ২৪ ০ ২
আমিনুল ইসলাম (১৯৯৮-২০০০) ১৬ ২ ১৪ ০ ০
আকরাম খান (১৯৯৫-১৯৯৮) ১৫ ১ ১৪ ০ ০
খালেদ মাহমুদ (২০০৩-২০০৩) ১৫ ০ ১৫ ০ ০
গাজী আশরাফ (১৯৮৬-১৯৯০) ৭ ০ ৭ ০ ০
নাইমুর রহমান (২০০০-২০০১) ৪ ০ ৪ ০ ০
মিনহাজুল আবেদিন (১৯৯০-১৯৯০) ২ ০ ২ ০ ০
রাজিন সালেহ (২০০৪-২০০৪) ২ ০ ২ ০ ০


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন পাঁচ মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

নতুন পাঁচ মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ জয়ে টাইগারদের লক্ষ্য ১৯৯

সিরিজ জয়ে টাইগারদের লক্ষ্য ১৯৯

শুরুতেই মেহেদির আঘাত

শুরুতেই মেহেদির আঘাত

বাংলাদেশ দলে দুই পরিবর্তন

বাংলাদেশ দলে দুই পরিবর্তন