সিরিজ জিততে ভারতের লক্ষ্য ২৪৪

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৮ জানুয়ারি ২০১৯
সিরিজ জিততে ভারতের লক্ষ্য ২৪৪

ছবি: এফপি

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে ২৪৪ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। ইতিমধ্যে ভারত দুটি ম্যাচ জিতে নিয়েছে। ফলে এই ম্যাচটি জিতলে সিরিজ জিতে নিবে কোহলিরা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউইজল্যান্ড।ওপেনিং করতে নেমে শুরেুতেই ধাক্কা খান মার্টিন গাপটিল ও কলিন মুনরো। মোহাম্মদ শামির প্রথম ওভারের শেষ বলে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে মাত্র ৭ রান করে প্যাভেলিয়নে ফিরেন কলিন মুনরো। পরে ভুবনেশ্বর কুমারের বলে দীনেশ কার্তিককে ক্যাচ দিয়ে ১৩ রান আউট হন গাপটিল।

পরে কেন উইলিয়ামসনকে ২৮ রানে ফেরান চাহাল। ফলে ব্যাটিং ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। তােই টেলর ও লাথাম দল এগিয়ে নিতে পার্টনারশিপ গড়েন। এই দুই ব্যাটসম্যান বড় সংগ্রহের আভাস দিচ্ছেলেন।

কিন্তু ৫১ রান করা লাথামকে প্যাভেলিয়নে ফেরান চাহাল। পরে বল হাতে ফিরেই উইকেট পেলেন হার্দিক পান্ডিয়া। ৬ রানে আউট করেন নিকোলসকে।

ফলে একাই লড়তে থাকেন টেলর। নিকোলাসের পর মাইকেল সাঁতনারকেও ৩ রানে ফেরান হার্দিক পান্ডিয়া। ৯৩ রান করে মোহাম্মদ শামির বলে আউট হন টেলর। ফলে ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৩ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।


শেয়ার করুন :


আরও পড়ুন

এ যেন অপ্রতিরোধ্য ভারত

এ যেন অপ্রতিরোধ্য ভারত

ভারতের এগিয়ে যাওয়া নাকি নিউজিল্যান্ডের সমতা

ভারতের এগিয়ে যাওয়া নাকি নিউজিল্যান্ডের সমতা

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশের বাইরে কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশের বাইরে কোহলি