নিষিদ্ধ হলেন ভারতীয় বোলার রাইডুর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯
নিষিদ্ধ হলেন ভারতীয় বোলার রাইডুর

ফাইল ছবি

আন্তর্জাতিক সক ম্যাচ থেকে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন ভারতের অনিয়মিত স্পিনার আম্বাতি রাইডু। বোলিং অ্যাকশনের সন্দেহ থাকা অভিযোগে তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার নিষিদ্ধের ঘোষণা দেয়।

আইসিসি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বোলিং করেন ভারতের অনিয়মিত স্পিনার আম্বাতি রাইডু। ওই ম্যাচে তিনি ২ ওভার বল করেন। ওই দু’ওভারেই তার বোলিং অ্যাকশনের নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়াররা।

পরে আইসিসি রাইডুকে ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকনের পরীক্ষা দিতে বলে। কিন্তু তিনি ১৪ দিনের মধ্যে তার বোলিংয়ের পরীক্ষা আইসিসিকে জমা দেননি। তাই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা নিষিদ্ধের ঘোষণা দেয় আইসিসি।

তবে তিনি যদি আইসিসিতে বোলিং পরীক্ষা দিয়ে তার বল বৈধ, এমনটা যদি সে প্রমাণ করতে পারেন তাহলে তিনি ফের আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন। তবে তিনি বিসিসিআইয়ের অনুমতি নিয়ে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে বল করতে পারবেন।

এর আগে খেলোয়াড় আচরণবিধি ভঙ্গের দায়ে আম্বাতি রাইডুকে দু’ম্যাচ নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সৈয়দ মোস্তাক আলি ট্রফিতে ২০১৮ সালের ১১ জানুয়ারি বিশাখাপত্ত্নমে কর্নাটকের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হায়দরাবাদ অধিনায়কের আচরণ ম্যাচ কর্মকর্তাদের পছন্দ হয়নি।

পরে ম্যাচ অফিসিয়ালরা বোর্ডের কাছে অভিযোগ করলে বিসিসিআই’র ডিসিপ্লিনারি কমিটি রাইড়ুর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতীয় বোলার রাইডুর অ্যাকশনে সন্দেহ

ভারতীয় বোলার রাইডুর অ্যাকশনে সন্দেহ

নিষিদ্ধ হলেন রাহুল ও পান্ডিয়া

নিষিদ্ধ হলেন রাহুল ও পান্ডিয়া

রোহিতের সেঞ্চুরি, তবুও হেরে গেল ভারত

রোহিতের সেঞ্চুরি, তবুও হেরে গেল ভারত

নিষিদ্ধ রাহুল-হার্দিকের স্থানে ডাক পেলেন শঙ্কর-গিল

নিষিদ্ধ রাহুল-হার্দিকের স্থানে ডাক পেলেন শঙ্কর-গিল