ইংল্যান্ডকে ‌'বাংলাওয়াশ' করলো টাইগার যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯
ইংল্যান্ডকে ‌'বাংলাওয়াশ' করলো টাইগার যুবারা

ছবি : বিসিবি

২৬৭ রানের চ্যালেঞ্জিং এই লক্ষ্য দাঁড়া করানোর পেছনে মূল কৃতিত্ব ছিলো ওপেনার মাহমুদুল হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান শামিম হোসেন এবং লোয়ার অর্ডারে খেলতে নামা শাহাদাত হোসেনের।

মাহমুদুল ৫৭ রান করে আউট হলেও ৭২ রানের অনবদ্য ইনিংস এসেছে শামিমের ব্যাট থেকে। অপরদিকে শেষের দিকে খেলতে নেমে ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন শাহাদাত। এছাড়াও ২৩ রান করেছেন আরেক ওপেনার তানজিদ হাসান।

ইংল্যান্ডের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন জর্জ হিল। ৮ ওভার বোলিং করে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন এই ডান হাতি পেসার। অপরদিকে ২টি করে উইকেট পেয়েছেন জ্যাক মরলি এবং অ্যাডাম ফিঞ্চ।

এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলি। এরপর দুই ওপেনার তানজিদ হাসান এবং মাহমুদুল হাসানের ব্যাটে ৩৪ রানের জুটি পায় বাংলাদেশ। কিন্তু এরপরেই তানজিদকে জর্জ বল্ডারসেনের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন বেন চার্লসওর্থ। ফলে প্রথম ব্রেক থ্রু পায় ইংল্যান্ড।

প্রথম ওয়ানডেতে ৮০ রানের দারুণ একটি ইনিংস খেলা মোহাম্মদ পারভেজ হোসেনও আজ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মাত্র ১৩ রান করে জর্জ হিলের বলে বোল্ড আউট হয়েছেন তিনি। দলীয় ৬২ রানের মাথায় ফিরেছেন তিনি।

দলীয় ৬৯ রানের মাথায় জর্জ হিলের বলে উইকেটরক্ষক জর্ডান কক্সের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়কে। ২ রান করে আউট হতে হয়েছে তাঁকে। মাত্র ৪টি বল খেলতে পেরেছেন তিনি।

এরপর মাহমুদুল হাসান এবং শামিম হোসেনের ব্যাটে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়ে তোলে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল দারুণ একটি অর্ধশতক হাঁকিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৯০ বলে ৫৭ রানের দায়িত্বশীল একটি ইনিংস খেলে অ্যাডাম ফিঞ্চের বলে জর্ডান কক্সের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে।

দলীয় ১৫৭ রানের মাথায় অর্ধশতক হাঁকানো মাহমুদুল হাসান ফিরে গেলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মিডল অর্ডার ব্যাটসম্যান শামিম হোসেন। অধিনায়ক আকবর আলিকে সাথে নিয়ে দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন তিনি। পাশাপাশি তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকও। কিন্তু ১৮৯ রানের মাথায় ইংলিশ বোলার জ্যাক মরলি স্ট্যাম্প ভেঙ্গে দেন তাঁর।

শামিম ফিরলে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন। দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৬৬ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।

২৬৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ওপেনিং ব্যাটসম্যান বেন চার্লসওর্থ ১১৫ রান করলেও বাকীরা তেমন সুবিধা করতে পারেনি। লুক হলমান (৩০) ও লুইস গোল্ডসওর্থি (২১) রান করেন। বাকিরা আর তেমন রান করতে পারেননি।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্ট্যাম্পে বল লাগলেও আউট হননি জিয়াউল

স্ট্যাম্পে বল লাগলেও আউট হননি জিয়াউল

কুমিল্লাকে হারিয়ে শীর্ষস্থানে রংপুর

কুমিল্লাকে হারিয়ে শীর্ষস্থানে রংপুর

কুমিল্লার ব্যাটিংয়ে বেহাল দশা

কুমিল্লার ব্যাটিংয়ে বেহাল দশা

ফের ইনজুরিতে তাসকিন (ভিডিও)

ফের ইনজুরিতে তাসকিন (ভিডিও)