দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা

ছবি : ক্রিকইনফো

স্বাগতিক নিউজিল্যান্ড বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচটি দাঁড়িয়েছে সিরিজ রক্ষার ম্যাচ। এ ম্যাচে হেরে গেলে তিন সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। অন্যদিকে জয় পেলে সিরিজে সমতায় ফিরবে বাংলাদেশ। এমন সমিকরণের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারেন মাশরাফিরা।

নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় হেরে গেছে বাংলাদেশ। নিজেদের মাঠে টি-২০ ফরমেটে বিপিএল খেলে বিরূপ কন্ডিশনে ওয়ানডে ম্যাচ খেলার আগেই প্রস্তুতিতেও ঘাটতি ছিল টাইগারদের। এটাও হারের কারণ হিসেবে দাঁড়িয়েছে।

এদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে দু’দিন সময় পেয়েছেন মাশরাফি-তামিমরা। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। জানা গেছে, এ ম্যাচে একটি পরিবর্তন আনতে পারে বাংলোদেশ।

টাইগার দলের অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকায় দলে একজন ব্যাটসম্যান বা বোলার বাড়তি খেলাতে হচ্ছে। প্রথম ম্যাচে ৭ সাতজন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়েও ২৩২ রানে থেমে গেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে একজন বোলার বেশি খেলাতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাইরে থাকা রুবেল হোসেনকে নেয়া হতে পারে একাদশে।

বিসিবির সূত্রে এমনটারই আভাস পা ওয়া গেছে। তবে রুবেল হোসেনকে একাদশে নেয়ার কথা শোনা গেলেও সেক্ষেত্রে কাকে বাদ দেয়া হবে তা এখনও নিশ্চিত নয়। সে ক্ষেত্রে অবশ্য নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাব্বিরের বাদ পড়ার সম্ভাবনাই বেশি রয়েছে।

সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাইলফলকের পথে মুশফিক

মাইলফলকের পথে মুশফিক

দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজে টিকে থাকতে চায় বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজে টিকে থাকতে চায় বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চে মাশরাফিরা

দ্বিতীয় ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চে মাশরাফিরা

বৃষ্টি আর ঠান্ডা ভোগাচ্ছে মাশরাফিদের

বৃষ্টি আর ঠান্ডা ভোগাচ্ছে মাশরাফিদের