অমির সেঞ্চুরিতে মান বাঁচানো লক্ষ্য দিল আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৮ মার্চ ২০১৯
অমির সেঞ্চুরিতে মান বাঁচানো লক্ষ্য দিল আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে ফরম্যাটে অমির সেঞ্চুরির সুবাদে বিকেএসপিকে লড়াকু লক্ষ্য দিয়েছে আবাহনী। আবাহনী ৯ উইকেট হারিয়ে ২১৬ রান তুলে।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে একদম শেষপর্যন্ত অপরাজিত থেকেছেন জহুরুল, খেলেছেন লিস্ট 'এ' ক্যারিয়ারে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ১২১ রানের ইনিংস। ১৪৭ বলে ১৩ চার ও ১ ছয়ের মারে এ রান করেছেন ৩২ বছর বয়সী জহুরুল।

এর আগে নিজের লিস্ট 'এ' ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করতে ১৩২ বল খেলেন তিনি। শতরান পর্যন্ত ১০ চার ও ১ ছয়ের মার দেখা যায় তার ব্যাট থেকে। জহুরুল সেঞ্চুরি করলেও অন্য ব্যাটসম্যানরা খুব একটা লড়াই করতে পারেননি।

মাত্র ৫৩ রানের মাথায় ৪র্থ উইকেটের পতনের পর ১১২ রানের জুটি গড়েন জহুরুল ও সাঈফউদ্দীন। ৮০ বলে ৬ চারের মারে ৫৫ রান করে সাঈফউদ্দীন ফিরে গেলে একা পড়ে যান জহুরুল। শেষপর্যন্ত দলকে ৯ উইকেটের বিনিময়ে ২১৬ রান পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন তিনি।

দিনের অন্যান্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব। দুই ওপেনার তানজিদ হাসান ৬৪, আনিসুল ইসলাম ৪৭, তিনে নামা সজীব হোসেন ৬১* এবং মিনহাজ খানের ব্যাট থেকে আসে ৩৮ রানের ইনিংস।

বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে লড়েছেন ব্রাদার্স ইউনিয়নের তারকা ইয়াসির আলি রাব্বি। চট্টগ্রামের এ তরুণের ৬৯ বলে ৫ চার ও ২ ছয়ে সাজানো ৬৫ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২২০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ব্রাদার্স।


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলে অমির প্রথম সেঞ্চুরি

ডিপিএলে অমির প্রথম সেঞ্চুরি

বিশ্বকাপে টাইগারদের সব কর্মসূচি চূড়ান্ত, ১৫ এপ্রিল দল ঘোষণা

বিশ্বকাপে টাইগারদের সব কর্মসূচি চূড়ান্ত, ১৫ এপ্রিল দল ঘোষণা

ভারতের লক্ষ্য সিরিজ জয়, টিকে থাকার লড়াই অস্ট্রেলিয়ার

ভারতের লক্ষ্য সিরিজ জয়, টিকে থাকার লড়াই অস্ট্রেলিয়ার

কোহলির সেঞ্চুরিতে ভারতের মাইলফলক তিন জয়

কোহলির সেঞ্চুরিতে ভারতের মাইলফলক তিন জয়