ব্রাদার্সকে ১৮১ রানের লক্ষ্য দিল শেখ জামাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ পিএম, ১১ মার্চ ২০১৯
ব্রাদার্সকে ১৮১ রানের লক্ষ্য দিল শেখ জামাল

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ব্রাদার্স ইউনিয়নকে ১৮১ রানের লক্ষ্য দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মেহেদি ও সাখাওয়াতের বোলিং নৈপূণ্যে শেখ জামালকে ১৮০ রানে অলআউট করে ব্রাদার্স।

সোমবার ব্রাদার্স ইউনিয়ন টসে জিতে প্রথমে বোংলি করার সিদ্ধান্ত নেয়। মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই হোচট খায় শেখ জামাল। দলীয় ১৬ রানেই নেই তিন ইউকেট।

ইমিতয়াজ হোসেন (০), হাসানুজ্জামান (৬), নাসির হোসেন রান (৭) করে আউট হন। পরে রাকিন আহমেদ ও তানভির হায়দার দলের হাল ধরেন। পরে রাকিন ফিরেন ৩৪ রানে। রাকিন ফিরলে নুরুল হাসান সোহানকে নিয়ে জুটি নিয়ে তানভির গড়তে চেষ্টা করলে সেটাও বেশি দূর এগোয়নি। নুরুল ফিরেন ১৬ রানে। নুরুলের পর বড় রানের ইঙ্গিত দিচ্ছিলেন জিয়াউল। তবে জিয়াউল ১২ রান আউট হন।

এরপর ইলিয়াস সানিকে নিয়ে শহিদুল ইসলাম জুটি গড়েন। তবে ১০ রান করে ফিরেন শহিদুল। এরপর সাকিল ফিরেন ১৫ রান করে। ফলে শেখ জামাল ১৮০ রানে অলআউট হয়ে যায়।

ব্রাদার্স ইউনিয়নের হয়ে মেহেদি ও সাখাওয়াত তিনটি করে উইকেট নেন। এছাড়া শরিফ দুটি এবং শরিফুল্লাহ একটি উইকেট নেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

বড় জয় দিয়ে লিগ শুরু প্রাইম দোলেশ্বরের

বড় জয় দিয়ে লিগ শুরু প্রাইম দোলেশ্বরের

বিশ্বকাপ আরিফুলের ‘আউট অব মাইন্ড'

বিশ্বকাপ আরিফুলের ‘আউট অব মাইন্ড'

রকিবুলের অধিনায়কোচিত ইনিংসে নাটকীয় জয় মোহামেডানের

রকিবুলের অধিনায়কোচিত ইনিংসে নাটকীয় জয় মোহামেডানের

সহজ ম্যাচ কঠিন করে জিতলো প্রাইম ব্যাংক

সহজ ম্যাচ কঠিন করে জিতলো প্রাইম ব্যাংক