২২ এপ্রিল থেকে বাংলাদেশের বিশ্বকাপ অনুশীলন শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১১ মার্চ ২০১৯
২২ এপ্রিল থেকে বাংলাদেশের বিশ্বকাপ অনুশীলন শুরু

ফাইল ছবি

আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে আগামী ২২ এপ্রিল থেকে দেশের মাটিতেই অনুশীলন করবে বাংলাদেশের ক্রিকেটাররা। ৩০ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, ‘আইসিসির বিশ্বকাপে আগে যে নিয়ম ছিল, ৩০ জনের একটা দলের নাম দিতে হতো। কিন্তু নতুন যে নিয়ম করেছে তা হলো, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১৫ জনের নাম দিতে হবে। তবে আমরা ২২ মে পর্যন্ত খেলোয়াড় চেন্স করতে পারবো। আর ২২ মে‘র পর কোন খেলোয়াড় ইনজুরি হয়, তাহলে আমরা খেলোয়াড় পাঠাতে পারবো। আগে কিন্তু তা পাঠানো যেতো না।’

তিনি আরো বলেন, ‘বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফর কে সামনে রেখে ২২ এপ্রিল থেকে আমাদের অনুশীলন শুরু হবে। আমরা ১৫ জন দল দিবই তা ছাড়া স্ট্যান্ড বাই খেলোয়াড়সহ ২২-২৩ জন কে নিয়ে অনুশীলন শুরু করবো। তবে আয়ারল্যান্ড সরফরে যাওয়ার আগে আমরা বাংলাদেশেই অনুশীলনটা করবো। তারপর প্রহেলা মে আয়রল্যান্ড সফরে যাব আমরা। তারপর ১৮ মে আমরা ইংল্যান্ড যাব। সেখানে ২৩ মে পর্যন্ত অনুশীলন করবো।’

কিন্তু বিশ্বকাপে ১৫ জনের জন্য দল ঘোষণা করা হলেও দলে ২২-২৩ জন কেন রাখা হচ্ছে। এমন প্রশ্নে আকরাম খান বলেন, ‘ভিসা নিয়ে অনেক সময় সমস্যা হয়। ফলে দ্রুত আমরা খেলোয়াড় পাঠাতে পারি না। তাই আমরা ৩০-৩৫ জনের ভিসা করে রাখবো।’


শেয়ার করুন :


আরও পড়ুন

২০ মার্চের আগে দলে ফিরছেন না সাকিব

২০ মার্চের আগে দলে ফিরছেন না সাকিব

৪৩২ রানে থামলো নিউজিল্যান্ড, লিড ২২১

৪৩২ রানে থামলো নিউজিল্যান্ড, লিড ২২১

ব্যাটিংয়ে আরও মনোযোগী হওয়া উচিত : লিটন

ব্যাটিংয়ে আরও মনোযোগী হওয়া উচিত : লিটন

বৃষ্টিতে দিন শেষ, সান্ত্বনা রাহীর দুই উইকেট

বৃষ্টিতে দিন শেষ, সান্ত্বনা রাহীর দুই উইকেট