ফিঞ্চের টানা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৫ মার্চ ২০১৯
ফিঞ্চের টানা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

ছবি: ক্রিকইনফো

প্রথম ম্যাচে ন্যায় দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে একই ব্যবধানে জয় তুলে নিল অস্ট্রেলিয়া। শারজায় দ্বিতীয় ওয়ানডেতে অ্যারন ফিঞ্চের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে অসিরা।

রোববার (২৪ মার্চ) শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের অভিষেক সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৪ রান করে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার ইমাম-উল-হকের উইকেট হারায় পাকিস্তান। দলীয় ৩৫ রানে আউট হন আরেক ওপেনার শান মাসুদ। তৃতীয় উইকেটে ৫২ রান যোগ করে চাপ সামাল দেন হারিস সোহাইল ও মোহাম্মদ রিজওয়ান।

পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক শোয়েব মালিককে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়েন রিজওয়ান।দু’জনের ব্যাটে ভর করেই ২০০ রানে কোটা পার করে পাকিস্তান। ১২৭ রান আসে শোয়েব মালিক ও রিজওয়ানের ব্যাট থেকে। রিজওয়ান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলের নেন।

শোয়েব মালিক ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম অর্ধ শতক তুলে নেন। ২৩৯ রানে শোয়েব মালিক ৬০ রান করে আউট হন। নির্ধারিত ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাড়ায় ৭ উইকেটে ২৮৪ রান।

অস্ট্রেলিয়ার কোউলটার নাইল ও রিচার্ডসন ২টি এবং লিওন জাম্পা ও ফিঞ্চ ১টি করে উইকেট নেন।

২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের শাসন করতে থাকেন দুই অসি ওপেনার উসমান খাজা ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। পুরো ম্যাচটাই নিয়ন্ত্রণে নিয়ে পাকিস্তান বোলারদের কোন সুযোগই দেননি তারা।

দুই’শ রানের জুটিতে ম্যাচ থেকেই ছিটকে যায় পাকিস্তান। ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন অসি অধিনায়ক ফিঞ্চ। তবে সেঞ্চুরি মিস করেছেন আরেক ওপেনার ওসমান খাজা। ২০৯ রানে ভাঙে প্রথম উইকেট জুটি। ৮৮ রান করে আউট হন খাজা।

তবে এরপর আর কোন সমস্যায় পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন ফিঞ্চ ও শন মার্শ। ১৩ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে অস্ট্রেলিয়া।

ফিঞ্চ ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ১৫৩ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের ইয়াসির শাহ ১টি উইকেট নেন। অুস অধিনায়ক অ্যারন ফিঞ্চ ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

এ জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। আগামী ২৭ মার্চ আবুধাবিতে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৫০ ওভারে ২৮৪/৭ (হারিস ৩৪, রিজওয়ান ১১৫, মালিক ৬০, ওয়াসিম ১৯*; রিচার্ডসন ২/১৬, কোল্টার-নাইল ২/৫২, লায়ন ১/৬৪, জ্যাম্পা ১/৫৭, ফিঞ্চ ১/৪১)

অস্ট্রেলিয়া : ৪৭.৫ ওভারে ২৮৫/২ (খাওয়াজা ৮৮, ফিঞ্চ ১৫৫*; ওয়াসিম ০/৬০, আশরাফ ০/৪৫, হাসনাইন ০/৫৪, ইয়াসির ১/৬০)

ফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডেও টাইগারদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে!

ইংল্যান্ডেও টাইগারদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে!

মাশরাফি-সাকিবদের জার্সি বিক্রির পরিকল্পনা বিসিবির

মাশরাফি-সাকিবদের জার্সি বিক্রির পরিকল্পনা বিসিবির

আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে রায়নার ৫ হাজার রান

আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে রায়নার ৫ হাজার রান

আইসিসির উপহার পেলের রুমানা

আইসিসির উপহার পেলের রুমানা