পোলার্ড-নারাইন বাদ, ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আন্দ্রে রাসেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ পিএম, ২৪ এপ্রিল ২০১৯
পোলার্ড-নারাইন বাদ, ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আন্দ্রে রাসেল

জাতীয় দলে খুব একটা সুবিধা না করায় এক বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলার সুযোগ পাননি আন্দ্রে রাসেল। তবে নিজেকে প্রমাণ করতে তুরুপের তাস হিসেবে আইপিএলেকে ব্যাবহার করে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে।

২০১৮ সালের জুলাইয়ে রাসেল শেষ ওয়ানডে খেলেছিলেন। যদিও গত ফেব্রুয়ারী ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে ডাক পেয়েছিলেন। তবে ইনজুরির কারণে ছিটকে যান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণার আগে রাসেলের দলে ডাক পাওয়া, না পাওয়া নিয়ে ছিল আলোচনা।

রাসেল দলে জায়গা পেলেও ডাক পাননি কিরণ পোলার্ড ও সুনিশ নারাইন। ২০১৬ সালে শেষ ওয়ানেড খেলেছিলেন পোলার্ড ও নারাইন। এরপর আর দলে ডাক পাননি বারবার আইপিএল মাতানো এই দুই ক্যারিবিয়ান।

রাসেল ছাড়াও দলে জায়গা পেয়েছেন দুই বছর আগে ওয়ানডে খেলা পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ইংল্যান্ড সিরিজে ইনজুরির শিকার এভিন লুইসও বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।west indis

জেসন হোল্ডারকে অধিনায়ক করে ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে রয়েছেন হার্টহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল। তিনি চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন। গেইল আইপিএলে ১০ ম্যাচ খেলে ৪৪৪ রান করে সেরা ব্যাটসম্যানদের তৃতীয় স্থানে রয়েছেন। তার ৪৪৪ রানে ৪টি অর্ধশতক রয়েছে।

 ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল:
জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, ড্যারেন ব্র্যাভো, এভিন লুইস, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ, নিকোলাস পুরান, ওশান থমাস, সাই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল ও শিমরন হেটমেয়ার।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড হতে পারে এশিয়ার সেরা পাঁচজনের শেষ বিশ্বকাপ

ইংল্যান্ড হতে পারে এশিয়ার সেরা পাঁচজনের শেষ বিশ্বকাপ

বিশ্বকাপে হ্যাটট্টিক করেছেন কোন কোন বোলার

বিশ্বকাপে হ্যাটট্টিক করেছেন কোন কোন বোলার

বিশ্বকাপ ইতিহাসের সেরা পাঁচ ব্যাটসম্যান

বিশ্বকাপ ইতিহাসের সেরা পাঁচ ব্যাটসম্যান

সবার আগে ইংল্যান্ডে পাড়ি জমালো পাকিস্তান

সবার আগে ইংল্যান্ডে পাড়ি জমালো পাকিস্তান